Video: জাতীয় পতাকাই দিল শক্তি, দেখুন কীভাবে কানাডায় প্রতিরোধের মুখে খালিস্তানিদের ‘কিল ইন্ডিয়া ব়্য়ালি’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 09, 2023 | 2:55 PM

Indian community resist Khalistanis in Canada: কানাডায় ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানিদের বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ভারতীয় সম্প্রদায়। শনিবার, ভারতীয় কূটনীতিকদের নিশানা করে একাধিক দেশে 'কিল ইন্ডিয়া ব়্যালি' আয়োজন করেছিল খালিস্তানিরা।

Video: জাতীয় পতাকাই দিল শক্তি, দেখুন কীভাবে কানাডায় প্রতিরোধের মুখে খালিস্তানিদের কিল ইন্ডিয়া ব়্য়ালি
খালিস্তানিদের বিরুদ্ধে দেখা গেল তিরঙ্গা পতাকার ঝড়
Image Credit source: Twitter

Follow Us

টরন্টো: জাতীয় পতাকা হাতে খালিস্তানিপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল ভারতীয় সম্প্রদায়। শনিবার (৮ জুলাই) কানাডার টরন্টোয় ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানি পতাকা হাতে বিক্ষোভ দেখাতে এসেছিল খালিস্তানি সমর্থকরা। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে, এক গুরুদ্বারের পার্কিং লটে খুন হয়েছিল নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠী শিখ ফর জাস্টিস বা এসএফজে (SFJ) গোষ্ঠীর নেতা হরদীপ সিং নিজর। সেই হত্যার পিছনে ভারত সরকারের হাত আছে বলে অভিযোগ করে, এদিন ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিল খালিস্তানি সমর্থকরা। কিন্তু, তাদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন স্থানীয় ভারতীয় সম্প্রদায়। জাতীয় পতাকা হাতে, খালিস্তানি বিক্ষোভকারীদের পাল্টা প্রতিবাদ জানালেন টরন্টোর ভারতীয় সম্প্রদায়। বুঝিয়ে দিলেন, কানাডার বুকে আবাধে ভারত বিরোধী কর্মকাণ্ড আর চলবে না।


সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় দূতাবাসের বাইরে রাস্তার একপাশে দাঁড়িয়ে খালিস্তানি পতাকা নাড়ছে প্রায় ২৫০ খালিস্তানি সমর্থকদের একটি দল। তাদের হাতে ছিল হরদীপ সিং নিজরের পোস্টারও। পোস্টারগুলিতে নিজরের হত্যার পিছনে ভারতকে দায়ী করা হয়েছে। ভিডিয়োতে পাগড়ি পরা এক ব্যক্তিকে জাতীয় পতাকাকে অপমান করতেও দেখা গিয়েছে। রাস্তার অপর পাশে, অবশ্য অপেক্ষা করছিল প্রতিবাদ। সেখানে প্রবাসী ভারতীয়রা ভারতীয় জাতীয় পতাকা হাতে হাদির ছিলেন। তাদের হাতেও ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল ‘খালিস্তানিরা শিখ নয়’। বার্তা খুব স্পষ্ট, শিখ ধর্মের সঙ্গে খালিস্তানি বিচ্ছিন্নবাদকে গুলিয়ে দেওয়া চলবে না। প্রবাসী ভারতীয়দের ‘জয় ভারত মাতা’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতেও দেখা যায়।


প্রসঙ্গত, ভারত সরকারের মতে এসএফজের পাশাপাশি, আরও এক খালিস্তান জঙ্গি সংগঠন, খালিস্তান টাইগার ফোর্সের প্রধান পদেও ছিল নিজর। তার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযোগ ছিল। নিজর হত্যার পর, খালিস্তানপন্থীরা কানাডায় নিযুক্ত শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকদের নিশানা করে একটি পোস্টার দিয়েছিল। পোস্টারে ওই ভারতীয় কুটনীতিকদের ‘শহিদ নিজরের হত্যার মুখ’ বলে চিহ্নিত করা হয়। তাদের হত্যার হুমকি দেওয়া হয়। শনিবার, লন্ডন, অস্ট্রেলিয়া এবং কানাডা-সহ বিশ্বের বিভিন্ন দেশে খালিস্তানিরা ‘কিল ইন্ডিয়া ব়্যালি’ নামে একটি সমাবেশের আয়োজন করে। সূত্রের খবর, লন্ডনে এই মিছিলের নেতৃত্বে ছিল খালিস্তানি সন্ত্রাসবাদী গুরুপতবন্ত সিং পান্নু এবং পরমজিৎ সিং পাম্মার মতো খালিস্তানি সন্ত্রাসবাদীদের হাত রয়েছে বলে অভিযোগ। ভারতীয় গোয়েন্দাদের মতে, এই খালিস্তানি জঙ্গিদের তহবিলের জোগান দেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

Next Article
Plane Crash: অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান, আমেরিকায় মৃত ৬
Ireland: হোটেল নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল শয়ে শয়ে কঙ্কাল