US President Donald Trump: ট্রাম্পের শপথ গ্রহণ, ভারতীয় ঢোলের বাদ্যে গমগম করবে আমেরিকা

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 20, 2025 | 9:47 AM

Trump's Oath Taking Ceremony: সাদা কুর্তা, হলুদ নেহরু জ্যাকেট ও পাগড়ি পরে এই গ্রুপ পারফর্ম করবে। মার্কিন সেনা, মেরিন, নেভি, এয়ারফোর্স ও আমেরিকার কোস্ট গার্ড প্লাটুনের সঙ্গে হাঁটবে তারা। মার্কিন মুলুকে কর্মসূত্রে থাকা যুবক-যুবতীরাই মিলে ২০১৪ সালে শুরু করে এই গ্রুপ।

US President Donald Trump: ট্রাম্পের শপথ গ্রহণ, ভারতীয় ঢোলের বাদ্যে গমগম করবে আমেরিকা
ফাইল চিত্র।
Image Credit source: X

Follow Us

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ আজ। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ট্রাম্প। তাঁর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে ভারতীয় ছোঁয়া। ট্রাম্প যখন শপথ গ্রহণের জন্য আসবেন, তখন ঢোল বাদ্যিতে মুখরিত হবে ক্যাপিটল রোটান্ডা।

আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে আজ, ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানেই আমন্ত্রণ পেয়েছে শিবম ঢোল তাসা গ্রুপ। ৩০ জন যুবক-যুবতীর এই গ্রুপই প্রথম ভারতীয় গ্রুপ আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবে।

সাদা কুর্তা, হলুদ নেহরু জ্যাকেট ও পাগড়ি পরে এই গ্রুপ পারফর্ম করবে। মার্কিন সেনা, মেরিন, নেভি, এয়ারফোর্স ও আমেরিকার কোস্ট গার্ড প্লাটুনের সঙ্গে হাঁটবে তারা। মার্কিন মুলুকে কর্মসূত্রে থাকা যুবক-যুবতীরাই মিলে ২০১৪ সালে শুরু করে এই গ্রুপ।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে যখন হিউস্টনে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেই সময়ও এই গ্রুপ পারফর্ম করেছিল।

ওই গ্রুপের সহ প্রতিষ্ঠাতা হরিশ নেহাতে বলেন, “ভারতের প্রতিনিধিত্ব ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাই দেবে। আমরা টেক্সাসে গরম আবহাওয়ায় পারফর্ম করতে অভ্যস্ত। ওয়াশিংটনে এখন সাব-জিরো তাপমাত্রা চলছে। এই প্রতিকূল পরিবেশেই আমাদের পারফর্ম করতে হবে।”

Next Article