AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মগজ তো নয়, যেন প্রিন্টার! একবার দেখলেই…আইনস্টাইন-হকিংকেও বুদ্ধিমত্তায় হারাল ১০ বছরের কৃশ

পশ্চিম লন্ডনের বাসিন্দা কৃশ শুধু পড়াশোনার দিক থেকেই এগিয়ে নয়, দারুণ গানও গায় সে। পিয়ানো বাজানোতেও অ্যাওয়ার্ড পেয়েছে সে। ট্রিনিটি কলেজ অব মিউজিকের 'হল অব ফেমে'ও জায়গা পেয়েছে সে।

মগজ তো নয়, যেন প্রিন্টার! একবার দেখলেই...আইনস্টাইন-হকিংকেও বুদ্ধিমত্তায় হারাল ১০ বছরের কৃশ
কৃশ অরোরা।Image Credit: X
| Updated on: Dec 02, 2024 | 9:12 AM
Share

ওয়াশিংটন: ভারতীয়দের বুদ্ধিমত্তা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। তাই বলে আইনস্টাইন, স্টিফেন হকিং-কেও টেক্কা? বুদ্ধিমত্তায় সত্যি সত্যিই আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং-কে টপকে গেল ১০ বছরের কৃষ অরোরা। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরের আইকিউ ১৬২, যা  আইনস্টাইন-হকিংসের থেকেও বেশি। বিশ্বের সবথেকে বুদ্ধিমান ১ শতাংশ মানুষের মধ্যে নাম উঠে আসল কৃশের নাম।

দ্য মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, কৃষ অঙ্কে ১০০ শতাংশ নম্বর পেয়েছে। ১১ টিরও বেশি পরীক্ষা দিয়েছে সে, সব পরীক্ষাই তাঁর কাছে খুব সহজ বলে মনে হয়েছে। বয়স আন্দাজে প্রাথমিক স্কুলে পড়লেও, সেই পড়াশোনা খুবই ‘বোরিং’ লাগে তাঁর কাছে। তাই সেপ্টেম্বর মাস থেকে সে কুইন এলিজাবেথ স্কুলে ভর্তি হতে চলেছে।

পশ্চিম লন্ডনের বাসিন্দা কৃশ শুধু পড়াশোনার দিক থেকেই এগিয়ে নয়, দারুণ গানও গায় সে। পিয়ানো বাজানোতেও অ্যাওয়ার্ড পেয়েছে সে। ট্রিনিটি কলেজ অব মিউজিকের ‘হল অব ফেমে’ও জায়গা পেয়েছে সে। আশ্চর্যের বিষয়, গান গাওয়া বা পিয়ানো বাজানোর জন্য ওঁর মিউজিক শিটের প্রয়োজন পড়ে না। একবার দেখলেই সবকিছু বইয়ের পাতার মতো মগজে গেঁথে যায়।