লন্ডন: বছর খানেক আগে লন্ডনে (London) পাঠরত ভারতীয় এক ছাত্র (Indian Student) এক তরুণীর মদ্যপ অবস্থার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। এক বছর পর গ্রেফতার হল সেই ছাত্র। নির্যাতিতার ইনস্টাগ্রাম মেসেজ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল ব্রিটিশ পুলিশ। ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীও এব্যাপারে পুলিশকে সাহায্য করেছে। তবে নির্যাতিতা যে সাহসের সঙ্গে একবছর পর ঘটনার কথা তুলে ধরেছেন, তার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
পুলিশ জানায়, ধৃত ভারতীয় ছাত্রের নাম প্রীত ভিকাল। ২০ বছর বয়সি প্রীত গত বছরের ৪ জুন লন্ডনের এক তরুণীর মদ্যপ অবস্থার সুযোগ নিয়ে তাঁকে কার্ডিফ রোডে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর ইনস্টাগ্রাম মেসেজ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই প্রীতকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারির পর অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্ত ভারতীয় ছাত্রকে গ্রেফতারের পর তরুণীকে কুর্নিশ জানিয়ে বিবৃতি দিয়েছে লন্ডন পুলিশ। তরুণীর ইনস্টাগ্রাম মেসেজের পরই অভিযুক্তের খোঁজ শুরু করা হয় জানিয়ে পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ঘটনাটি জানার মুহূর্ত থেকেই অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে এবং তাকে বিচারের আওতায় আনার জন্য একেবারে ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।” তারপর যেখান থেকে তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই এলাকার এক বছর আগের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রীত ভিকাল ওই তরুণীর প্রথমে হাত ধরে, পরে তাঁর কাঁধ ধরে নিয়ে যাচ্ছে। ওই রাতে কার্ডিফ সিটি সেন্টার থেকে বন্ধুদের সঙ্গে বেরোনোর পরই প্রীতের সঙ্গে দেখা হয় তরুণীর। প্রীত নর্থ রোড এলাকা দিয়ে তাঁকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়।
পুলিশি রিপোর্টে জানানো হয়েছে, ওই তরুণীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে একটি ছবি তোলে প্রীত। তারপর সেই ছবি ওই তরুণীকে এবং নিজের বন্ধুদের পাঠিয়েছিল প্রীত। নির্যাতিতা জানিয়েছেন, ওই ঘটনার পর থেকে তিনি রাতে ঘুমোতে পারেননি এবং অপরাধভোগে ভুগছিলেন। তারপরই তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ করতে ঘটনাটি পুলিশকে জানান।
প্রীত যেভাবে এক মদ্যপ মহিলার সুযোগ নিয়েছিলেন, সেটা বিপজ্জনক বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তাকে গ্রেফতার করতে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী, যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ।