Indian Student Killed: সাবওয়ের মধ্যে আচমকা চলল গুলি, টরোন্টোয় প্রাণ হারালেন ভারতীয় ছাত্র

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 09, 2022 | 3:00 PM

Indian Student Killed: টরোন্টোর সাবওয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় গুলি চালায় কেউ। কেন এ ভাবে গুলি চালানো হল, তা স্পষ্ট নয়।

Indian Student Killed: সাবওয়ের মধ্যে আচমকা চলল গুলি, টরোন্টোয় প্রাণ হারালেন ভারতীয় ছাত্র
কানাডায় মৃত্যু ভারতীয় ছাত্রের

Follow Us

টরন্টো : কানাডার টরন্টোতে গুলিতে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। ২১ বছর বয়সী কার্ত্তিক বাসুদেব যখন কাজে যাচ্ছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান কার্ত্তিক। টরন্টো শহরে প্রবেশ করার মুখেই একটি সাবওয়ে রয়েছে। সেই সাবওয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় খুন হতে হয় ওই তরুণকে। টরন্টো পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। টরন্টো পুলিশের হোমিসাইড শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা চেষ্টা করছেন যাতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা যায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

কার্ত্তিক বাসুদেব নামে ওই তরুণকে হাসপাতালে নিয়ে যান এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শুক্রবার এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে টরোন্টোর ভারতীয় দূতাবাসের তরফে। ভারতীয় রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, আমরা স্তম্ভিত। এক দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্রের। ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কার্ত্তিক বাসুদেবের ভাই জানিয়েছেন, কার্ত্তিক সেনেকা কলেজের ছাত্র ছিলেন। সাবওয়ে দিয়ে কাজে যাওয়ার পথে খুন হয়েছেন তিনি। ওই কলেজের তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, ওই কলেজের মার্কেটিং ম্যানেজমেন্টের প্রথম সেমেস্টারের ছাত্র ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীকে চিহ্নিত করা সম্ভব না হলেও জানা গিয়েছে, ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা এক ব্যক্তি গুলি চালিয়েছে। গ্লেন রোডে ওই ব্যক্তিকে শেষবার হাতে বন্দুক নিয়ে দেখা গিয়েছে।

টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। একই সঙ্গে পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন জয়শঙ্কর। অন্যদিকে টরন্টো পুলিশের তরফে জানানো হয়েছে যে, ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মূল অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে টরেন্টো পুলিশ।

আরও পড়ুন: G D Birla School: ফের খুলছে জিডি বিড়লা স্কুল, সম্পূর্ণ বেতন না দিলে ঢোকা যাবে না স্কুলে

Next Article