তেহরান : ‘নীতি পুলিশের’ হাতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ফুঁসছে ইরান। সেই প্রতিবাদে অংশ নিয়ে গিয়েছে একের পর এক প্রাণ। নিরাপত্তা বাহিনী দিয়ে এই প্রতিবাদ দমানোর চেষ্টা করেছে ইরান প্রশাসন। তবে সেই প্রতিবাদ দমেনি। সম্প্রতি ইরানে মহিলা পরিচালিত এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে ডিজিটাল বিক্ষোভকারীরা একটি জাতীয় টেলিভিশনের সম্প্রচার হ্যাক করেন।
শনিবার স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ ইরানের একটি জাতীয় টেলিভিশন চ্যানেল হ্যাক করেন ইদালাত-ই আলি (আলির বিচার) । সেই সময় সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের দেশের আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের ফুটেজ সম্প্রচারিত হচ্ছিল। কিন্তু সেই সম্প্রচার বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এর পাশাপাশি আয়াতুল্লার মুখও বিকৃত করে দেন তাঁরা। এদিকে আয়াতুল্লার সম্প্রচার বন্ধ হয়ে টেলিভিশন স্ক্রিনে ভেসে ওঠে, ‘আমাদের যুব সম্প্রদায়ের রক্ত আপনার হাতে।’ স্ক্রিনের ডানদিকের কোণায় আরও একটি লেখা ভেসে ওঠে। ‘আমাদের সঙ্গে যোগ দিন, জেগে উঠুন।’
জাতীয় টেলিভিশনের সম্প্রচার হ্যাক করে মাহসা আমিনির একটি সাদা-কালো ছবিও দেখান বিক্ষোভকারীরা। তার সঙ্গে এই বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত আরও তিন মহিলার ছবিও দেখানো হয়। আর এই টেলিভিশন সম্প্রচারের ঘটনা নিশ্চিত করেছে ইরানের স্থানীয় সংবাদ সংস্থা তাসমিন। অনলাইনে পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নিউজ় অ্যাঙ্কারকে তাঁর আসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও অ্যাঙ্কারের প্রতিক্রিয়া নিয়ে তৈরি মিম ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এদিকে বিক্ষোভকাকরীরা টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে একটি বার্তাও দিয়েছেন। তাঁরা আয়াতুল্লাহ খামেনেইকে তাঁর তেহরানের দফতর ছেড়ে যাওয়ার এবং এই দেশ থেকে পালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। বলা হয়েছে, ‘পাস্তুর স্ট্রিট আপনার আসবাবপত্র সংগ্রহ করার সময় এসে গিয়েছে এবং ইরানের বাইরে আপনার ও আপনার পরিবারের জন্য অন্য জায়গা খুঁজে নিন।’