AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel Iran Conflict: সংসদে পাশ প্রস্তাব! খামেনেই অনুমোদন দিলেই বড় ‘কাঁটা’ ফেলবে ইরান

Israel Iran Conflict: এদিন হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে নিজেদের সংসদে একটি প্রস্তাব পাশ করিয়েছে ইরান সরকার। তবে সংসদ থেকে প্রস্তাব পাশ হলেও, তা বাস্তবায়ন হওয়ার আগে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলি আয়াতুল্লা খামেনেইয়ের থেকে অনুমতি নিতে হয়।

Israel Iran Conflict: সংসদে পাশ প্রস্তাব! খামেনেই অনুমোদন দিলেই বড় 'কাঁটা' ফেলবে ইরান
Image Credit: Getty Image
| Edited By: | Updated on: Jun 22, 2025 | 7:16 PM
Share

তেহরান: একটা টানাপোড়েনের পরিস্থিতি আগেই তৈরি হয়েছিল। কানাঘুষো শোনা গিয়েছিল, সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান। আকাশে জড়ো হয়েছিল আশঙ্কার মেঘ। রবিবার আমেরিকা ভোররাতে হামলা চালাতেই বিশ্ব অর্থনীতিতে আঘাত আনল তারা। নিজেদের নিরাপত্তার খাতিরে নিয়ে নিল হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত। যা বাস্তবায়ন হতে আর হয়তো মুহূর্তের অপেক্ষা।

এদিন হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে নিজেদের সংসদে একটি প্রস্তাব পাশ করিয়েছে ইরান সরকার। তবে সংসদ থেকে প্রস্তাব পাশ হলেও, তা বাস্তবায়ন হওয়ার আগে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা আলি আয়াতুল্লা খামেনেইয়ের থেকে অনুমতি নিতে হয়। তিনি এই সংসদীয় সিদ্ধান্তে অনুমোদন দিলেই বন্ধ হয়ে যাবে হরমুজ প্রণালী। কালো মেঘ ঢেকে দেবে বিশ্ব বাণিজ্য়ের আকাশ।

কিন্তু হরমুজ প্রণালী বন্ধের সঙ্গে বিশ্বের আর সকল দেশের সম্পর্কটা কী? একটি প্রণালী কীভাবেই বা প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে? ওয়াকিবহাল মহলের দাবি, এই প্রণালী হয়ে বিশ্বের ২০ শতাংশ তেল রপ্তানি হয়ে থাকে। যা পৌঁছে যায় ভারত, আরব আমিরশাহি-সহ আরও বেশ কিছু দেশে। সুতরাং, কোনও ভাবে এই প্রণালী বন্ধ হলে, তার অনেকটা প্রভাব পড়বে ভারতের আমদানি খাতেও।

টিভি৯ বাংলাকে অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তে ভারতের তেল আমদানিতে প্রভাব পড়বে। অন্য পথ হয়ে তেল আনতে গেলে অনেকটাই খরচ বাড়বে। টান পড়বে কোষাগারে। এই পরিস্থিতিতে সরকার তেলের দাম বাড়াবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু প্রভাব যে পড়বে, তা নিশ্চিত।’