বাগদাদ: ব্যস্ত বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩৫। বাগদাদে সেই বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করল আইএস। সোমবার সন্ধেয় এই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃততে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি হামলার পর উচ্চপদস্থ সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ টুইটে লিখেছেন, ইদে আগের দিনই সদর এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন না কতা পর্যন্ধ থেমে থাকব না।’ এর আগে গত এপ্রিলে আইএস বাগদাদের শিয়া এলাকায় সদর সিটিতে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়।
এক সময় এই ইরাকের রাজধানীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটত প্রায়শই। তবে ২০১৭-ত পর আইএসের প্রভাব কমে যাওয়ায় হামলার ঘটনা কিছুটা কমে। আরও পড়ুন: ফোনে আড়ি পেতেছে বাংলাদেশ! কী বলছেন মন্ত্রী?