Bangladesh ISKCON: বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন, রিট পিটিশন খারিজ হাইকোর্টে

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 28, 2024 | 5:46 PM

ISKCON: হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন। এ দিন আদালতের তরফে জানানো হয়, ইসকন নিষিদ্ধ হবে কি-না সেই সিদ্ধান্ত নেবে সরকার।  

Bangladesh ISKCON: বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন, রিট পিটিশন খারিজ হাইকোর্টে
বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন।
Image Credit source: Getty Image

Follow Us

সুমন কল্যাণ ভদ্র ও সুমন মহাপাত্রের রিপোর্ট

ঢাকা: বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন (ISKCON)। সে দেশের হাইকোর্টে খারিজ হয়ে গেল রিট পিটিশন। এ দিন আদালতের তরফে জানানো হয়, ইসকন নিষিদ্ধ হবে কি-না সেই সিদ্ধান্ত নেবে সরকার।

শুনানি চলাকালীন আইনজীবী মনির উদ্দিন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। রিট পিটিশন খারিজ করে দিয়ে বলা হয়, শান্তিরক্ষায় সরকার যাবতীয় পদক্ষেপ করবে।  কিন্তু কোনওভাবেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না। সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, সম্প্রতি হিংসা প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ করেছে। সরকার জানিয়েছে, সিসিটিভি বসানো হয়েছে।

ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে। হাইকোর্টেও দাবি উঠেছিল। এ দিন বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ জানায়, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ (ISKCON) নিষিদ্ধ করা হবে কি না, তার সিদ্ধান্ত নেবে সরকার। এই নিয়ে আদালতের হস্তক্ষেপ সঠিক হবে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ইসকনের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। হাইকোর্টের তরফেও জানানো হয়, বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলে বসবাস করছে, এবং আগামিদিনেও করবে।

পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার বিষয়েও আদালতে প্রশ্ন করা হয় সরকার পক্ষকে। সরকার জানায় সিসিটিভি বসানো হয়েছে। বিভিন্ন ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। সরকারের পদক্ষেপ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশের হাইকোর্ট।

Next Article