Israel Hamas War: নিশ্চিহ্ন হবে হামাস, গাজায় ঢুকে অভিযান চালানোর ঘোষণা নেতানিয়াহুর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 26, 2023 | 8:39 AM

Benjamin Netanyahu: বুধবার টেলিভিশন বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইজরায়েলি সেনা গাজায় প্রবেশ করে অভিযান চালাবে। সরকারের বিশেষ যুদ্ধ ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতারাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

Israel Hamas War: নিশ্চিহ্ন হবে হামাস, গাজায় ঢুকে অভিযান চালানোর ঘোষণা নেতানিয়াহুর
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
Image Credit source: AFP

Follow Us

জেরুজালেম: আর কোনও ছাড় নয়। হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় সামরিক অভ্য়ুত্থান চালাতে প্রস্তুত ইজরায়েল। বুধবার এই ঘোষণা করলেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও কীভাবে গাজায় অভ্যুত্থান চালানো হবে, সে বিষয়ে খোলসা করে তিনি কিছু বলেননি।  অন্যদিকে, যুদ্ধ নিয়ে সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে সাময়িক বিরতির আর্জি জানিয়েছেন তিনি।

বুধবার টেলিভিশন বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ইজরায়েলি সেনা গাজায় প্রবেশ করে অভিযান চালাবে। সরকারের বিশেষ যুদ্ধ ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলের নেতারাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহু বলেন, “আমরা স্থলপথে গাজায় ঢুকে সামরিক অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছি। কখন, কীভাবে বা কতজন অভিযান চালাবে, সে বিষয়ে আমি কিছু বলব না। আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার সম্পর্কে জনগণ জানেন না। এবং এটা এমনই থাকা উচিত। ইজরায়েল হাজার হাজার জঙ্গিকে নিকেশ করেছে। হামাসের বিরুদ্ধে অভিযানের এই সবে শুরু।”

গত ৭ অক্টোবরের হামাসের হামলাকে তিনি ইজরায়েলের ইতিহাসে ‘কালা দিবস’  বলে উল্লেখ করেন। এই যুদ্ধকে ইজরায়েলের অস্তিত্বের লড়াই বলেন প্রধানমন্ত্রী, তিনি জানান, এই যুদ্ধে ইজরায়েলকে জিততেই হবে। নেতানিয়াহু বলেন, “দেশের নিরাপত্তা, সুরক্ষার জন্য আমি দায়ী। এখন আমার কাজ হল ইজরায়েল ও দেশের মানুষকে শত্রুদের হাত থেকে সুরক্ষা দেওয়া।”

অন্য়দিকে, বাইডেন প্রশাসনের তরফে যুদ্ধে সাময়িক বিরতির আর্জি জানিয়েছে। গাজায় যাতে আরও ত্রাণ সামগ্রী পাঠানো যায়, তার জন্য দুই পক্ষই যেন যুদ্ধে সাময়িক বিরতি ঘোষণা করে, তার আবেদন জানানো হয়। তবে যুদ্ধে ইজরায়েলের পাশেই রয়েছে আমেরিকা, তা সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলের নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাসও দেন তিনি।

Next Article