ওয়াশিংটন: নৃশংস হত্যাকাণ্ড। মার্কিন মুলুকে ফের গণহত্যা। নির্বিচারে গুলি চালানো হল সাধারণ মানুষের উপরে। জানা গিয়েছে, আমেরিকার মেইনের লেউইস্টনে হামলা চালায় বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ থেকে ৬০ জন। পলাতক বন্দুকবাজ। হামলার পিছনে কী কারণ, তা এখনও জানা যায়নি। মার্কিন ইতিহাসে এটা অন্যতম বড় বন্দুকবাজ হামলা।
মার্কিন সংবাদমাধ্য়ম সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাতে একাধিক জায়গায় হামলা চালায় ওই বন্দুকবাজ। মেইনের লেউইস্টনের একটি ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার, বোলিং অ্যালি ও স্থানীয় একটি বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। অতর্কিতে হামলা চলায়, পালানোর পথ পাননি সাধারণ মানুষ। লেউইস্টন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্দুকবাজের হামলায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ থেকে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তদন্তকারী দল। প্রমাণ সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে পুলিশও অভিযুক্তকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালগুলিতে যোগাযোগ করা হচ্ছে।
BREAKING:
22 people reportedly shot dead with 50 to 60 people injured in mass shooting in Lewiston, Maine, US. pic.twitter.com/1nQI81DRaQ
— Lulu Hassan (@LuluHassan) October 26, 2023
এ দিন সকালেই লেউইস্টন পুলিশ বিভাগের তরফে জানানো হয়, কমপক্ষে দুইজন বন্দুকবাজ ঘুরে বেড়াচ্ছে শহরে। বিভিন্ন জায়গায় তারা হামলা চালাচ্ছে। সন্দেহভাজন দুই বন্দুকবাজের ছবিও প্রকাশ করা হয়। তাদের হাতে সেমিঅটোমেটিক রাইফেল দেখা যায় ছবিতে। বিপদ এড়াতে স্থানীয় দোকানপাট বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মেইন স্টেট পুলিশের তরফেও বন্দুকবাজের হামলা নিয়ে সতর্ক করা হয়েছে। সকলকে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। যারা বাইরে রয়েছেন, তাদেরও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে বন্দুকবাজের হামলার পরই ফের একবার প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার বন্দুক নীতি। সহজেই বন্দুক কেনা ও লাইসেন্সের কারণেই ক্রমাগত বন্দুকবাজের হামলা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিগত কয়েক বছরে এই হামলা কয়েক গুণ বেড়েছে।