গাজা সিটি: চারিদিকে সাদা-কালো ধোঁয়া, কুণ্ডলী পাকিয়ে উঠছে আগুন। লাগাতার গোলাবর্ষণ হয়েই চলেছে গাজায়। সপ্তাহজুড়ে হুঁশিয়ারির পর এবার গাজার মাটিতে ঢুকেই হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। হামাসকে নিশ্চিহ্ন করতে হামলার শক্তি আরও বাড়ানো হবে বলেই জানিয়েছে ইজরায়েল। টানা দুই রাত ধরে গাজায় ট্য়াঙ্ক ও সাঁজোয়া গাড়ি দিয়ে অভিযান চালানোর পর শুক্রবার ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, “বিগত কয়েকদিন ধরে লাগাতার অভিযানের পর আজ রাত থেকে গ্রাউন্ড ফোর্স অভিযান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।”
বিগত ২৪ ঘণ্টা ধরে মূলত উত্তর গাজায় হামলা চালাচ্ছিল ইজরায়েলি সেনা। এবার সেই অভিযান আরও বড় মাপের ও ভয়াবহ হতে চলেছে বলেই সতর্কতা দেওয়া হয়েছে। এবার দক্ষিণ গাজাতেও অভিযান চালানো হবে। হামাসের সঙ্গে কথা বলেও পণবন্দিদের মুক্তি নিয়ে কোনও সদর্থক ফল না মেলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গাজা জুড়ে হামাসের যে গোপন ঘাঁটি ও সুড়ঙ্গগুলি রয়েছে, তা ইজরায়েলি সেনার যুদ্ধবিমান এয়ারস্ট্রাইক চালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
There’s a complete blackout happening in Gaza right now, no internet and network at all. Hours of continuous bombing and they’re crying for help. This war needs a big united voices. Be brave enough to speak a conversation that matters. #CeasefireNOW #StarLinkForGaza pic.twitter.com/YfpsgA1tBH
— Jackson Hinkle 🇵🇸 (@JacksonHinkleee) October 28, 2023
ইতিমধ্যেই একাধিক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে গাজার সীমান্ত টপকে প্রবেশ করছে ইজরায়েল সেনার ট্যাঙ্ক। লাইন দিয়ে তা গাজা স্ট্রিপের দিকে এগিয়ে যাচ্ছে। ট্যাঙ্ক থেকে ছোড়া গোলার শব্দ ও কালো ধোঁয়াও দেখা যায়।
অন্যদিকে, পাল্টা হুমকি দিয়েছে হামাসও। তারা জানিয়েছে, গাজায় তাদের সেনা ইজরায়েল বাহিনীকে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ করবে। ইজরায়েলের হামলার যোগ্য জবা দেওয়া হবে।
এদিকে, ইজরায়েলের হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজায় ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। প্রায় ২৩ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।