জেনেভা: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ইজরায়েল-প্য়ালেস্তাইনের সংঘর্ষ নিয়ে ভোটাভুটি থেকে বিরত থাকল ভারত। তবে মানবতার খাতিরে অবিলম্বে যাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তার পক্ষে জোর সওয়াল করে ভারত। একইসঙ্গে গাজা স্ট্রিপে যাতে বিনা বাধায় ত্রাণসামগ্রী পাঠানো যায়, তার দাবিও জানানো হয়।
গত ৭ অক্টোবর ইজরায়েলের উপরে হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী হামাস। এরপরই যুদ্ধ শুরু হয়। সংঘর্ষে এখনও অবধি ৫ হাজারেরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের দশম জরুরি বিশেষ অধিবেশন বসে। জর্ডান “নাগরিক সুরক্ষা এবং আইনি ও মানবিক দায়িত্ব পালন” শীর্ষক একটি খসড়া প্রস্তাবনা পেশ করে। এই প্রস্তাবনায় সমর্থন ছিল বাংলাদেশ, মলদ্বীপ, পাকিস্তান, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ ৪০টিরও বেশি দেশের। তবে এই প্রস্তাবনায় হামাসের উল্লেখ ছিল না।
ভোটাভুটি শুরু হলে রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১২০টি দেশ এই প্রস্তাবনার পক্ষে ভোট দেয় এবং ১৪টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। ভোটদান থেকে বিরত থাকে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান, ইউক্রেন ও ব্রিটেন সহ ৪৫টি দেশ।
ভোটদান থেকে বিরত থাকলেও, ভারত গাজার নাগরিকদের সুরক্ষার দাবিতে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানায়। একইসঙ্গে গাজা স্ট্রিপে যাতে বিনা বাধায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়, তার পক্ষেও সওয়াল করা হয়।