Boris Johnson: প্রধানমন্ত্রীর পদ খুইয়ে এখন চাকরি করবেন বরিস, জানেন কী কাজ পেলেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 28, 2023 | 12:07 PM

UK: একের পর এক দুর্নীতিতে নাম জড়ানোর পরই গত বছর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বরিস জনসন। এরপর তিনি গত জুন মাস থেকে ডেইলি মেইল সংবাদপত্রে কলাম লেখক হিসাবে কাজ করছিলেন তিনি।

Boris Johnson: প্রধানমন্ত্রীর পদ খুইয়ে এখন চাকরি করবেন বরিস, জানেন কী কাজ পেলেন?
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন।
Image Credit source: AFP

Follow Us

লন্ডন: প্রধানমন্ত্রীর চাকরি খুইয়েছেন এক বছর আগে, এবার নতুন পেশায় পা রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে এবার দেখা যাবে সম্পূর্ণ অন্য ভূমিকায়। শুক্রবারই তিনি ঘোষণা করলেন, একটি সংবাদমাধ্যমে যোগ দিচ্ছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করাই তাঁর নতুন কাজ।

একের পর এক দুর্নীতিতে নাম জড়ানোর পরই গত বছর প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন বরিস জনসন। এরপর তিনি গত জুন মাস থেকে ডেইলি মেইল সংবাদপত্রে কলাম লেখক হিসাবে কাজ করছিলেন তিনি। শুক্রবার বরিস জনসন মাইক্রোব্লগিং সাইট এক্স-এ লেখেন, তিনি জিবি নিউজ নামক একটি টেলিভিশন স্টেশনে কাজ শুরু করছেন।

বরিস লেখেন, “রাশিয়া থেকে চিন, ইউক্রেনের যুদ্ধ-যাবতীয় বিষয় নিয়ে আমার নিরপেক্ষ মত পেশ করব নতুন টিভি চ্যানেলে। কীভাবে আমরা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হই, তা থেকে শুরু করে কী কী সুযোগ রয়েছে, সবকিছু নিয়েই কথা বলব আমি।”

জিবি নিউজের তরফেও জানানো হয়েছে, বরিস জনসন সংবাদপাঠক, প্রোগ্রাম প্রস্তুত ও ধারাভাষ্যকার হিসাবে কাজ করবেন। ২০২৪ সালের গোড়া থেকেই তাঁকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

প্রসঙ্গত, আগামী বছরই ব্রিটেনের সাধারণ নির্বাচন রয়েছে। এই নির্বাচনে সরাসরি যুক্ত না থাকলেও, সংবাদপাঠক ও সঞ্চালক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বরিস।

Next Article