Israel-Hamas War: ইজরায়েলি বিমান হামলায় নিহত প্যালেস্তিনীয় জাতীয় বাহিনীর প্রধান জেহাদ মেইসেন

Israel-Hamas War: বৃহস্পতিবার ইজরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজায় মৃত্যু হল প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেহাদ মেইসেন। প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্ত বাহিনী হলেও, গাজায় এই বাহিনীর নিয়ন্ত্রণ হামাসের হাতেই রয়েছে। হামাস গোষ্ঠীর এক সূত্রকে উদ্ধত করে, সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন জেহাদ মেহেসেনের বাড়িতেই হামলা চালায় ইজরায়েলি বাহিনী।

Israel-Hamas War: ইজরায়েলি বিমান হামলায় নিহত প্যালেস্তিনীয় জাতীয় বাহিনীর প্রধান জেহাদ মেইসেন
প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্তা্ বাহিনীর প্রধান জেহাদ মেইসেন Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 4:51 PM

গাজা সিটি: গাজার আল-আহলি হাসপাতালে রকেট হানায় অন্তত ৫০০ মানুষের মৃত্যুর পর, জোরালো হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ বন্ধের দাবি। তবে, তারপরও গাজা ভূখণ্ডে ইজরায়েলি বিমান হানা অব্যাহত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর), ইজরায়েলি বিমান বাহিনীর হামলায় গাজায় মৃত্যু হল প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জেহাদ মেইসেন। প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্তা বাহিনী হলেও, গাজায় এই বাহিনীর নিয়ন্ত্রণ হামাসের হাতেই রয়েছে। হামাস গোষ্ঠীর এক সূত্রকে উদ্ধত করে, সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন জেহাদ মেহেসেনের বাড়িতেই হামলা চালায় ইজরায়েলি বাহিনী। হামলায় মেহসেন ছাড়াও, তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

প্যালেস্টাইনপন্থী সংবাদ সংস্থা জেরুজালেম নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, এদিন ইজরায়েল বিমান বাহিনী হামলা চালায় গাজার শেখ রাদওয়ান এলাকায়। হামলার জেরে শেখ রাদওয়ান এলাকার প্রায় সকল বাড়ি মাটিতে মিশে গিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ করা এক পোস্টে জেরুজালেম নিউজ নেটওয়ার্ক বলেছে, “গাজা ভূখণ্ডে শেখ রাদওয়ান এলাকায় নিজের বাড়িতেই বোমা হামলায় নিহত হয়েছেন প্যালেস্তিনীয় জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জেহাদ মেহসেন এবং তার পরিবার।”

এদিকে, স্থলপথেও গাজা ভূখণ্ডে হামলার প্রস্তুতি চালাচ্ছে তেল আবিব। বৃহস্পতিবার সকালে, গাজা সীমান্ত বরাবর দক্ষিণ ইজরায়েলে বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিনই আবার, তেল আবিবে এসে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ইজরায়েলের প্রতি এই সমর্থনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, “এই কঠিন সময়েই কারা ইজরায়েল রাষ্ট্রের প্রকৃত বন্ধু, তা স্পষ্ট হচ্ছে। ইজরায়েলে আসার জন্য এবং ইজরায়েলের মানুষের পাশে থাকার জন্য ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী ঋষি সুনককে ধন্যবাদ।”

তবে, বৃহস্পতিবার সামান্য হলেও আশার আলো রয়েছে গাজাবাসীর জন্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এদিন স্কটল্যান্ড গাজার উদ্বাস্তুদের তাদের দেশে আশ্রয় দেওয়ার ঘোষণা করেছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসেফ জানিয়েছেন, যুদ্ধের জেরে গাজার ভিটেছাড়া মানুষদের নিরাপদ আশ্রয় দিতে প্রস্তুত স্কটল্যান্ড। তিনি আরও জানিয়েছেন, গাজার আহত শিশু, মহিলা ও পুরুষদের সহায়তা সব রকম চিকিৎসা সাহায্য দেওয়া হবে।