করোনা পরিস্থিতিতে মধ্যরাতের ক্রিসমাস সেলিব্রেশন নিষিদ্ধ করতে চলেছে ইটালি। সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে এইসব গাইডলাইন প্রকাশ করা হয়েছে। ২১ ডিসেম্বর থেকে জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত মধ্যরাতে কোথাও যাওয়া যাবে না। কারণ রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে (বিশেষ কিছু জায়গায়)। রেস্তোরাঁয় বসে খাওয়ার বন্দোবস্তও থাকবে না। খালি ‘টেক অ্যাওয়ে’ পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ৭ জানুয়ারি পর্যন্ত দেশের বেশ কিছু স্কি করার জায়গা বন্ধ থাকবে।
সারা বিশ্বেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ইউরোপীয় দেশগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল ইটালির। প্রাথমিক ধাক্কা সামলে উঠলেও বিপদ এখনও কাটেনি। তার মধ্যেই এসে পড়েছে ক্রিসমাস। তাই নিয়ে চিন্তায় ইটালির প্রশাসন। যুব স্বাস্থ্যমন্ত্রী সান্দ্রা জাম্পা জানিয়েছেন, এই সময়ে প্রিয়জনের সঙ্গে দেখা করার প্ল্যান করবেন লোকেরা। ভিড় বাড়বে রাস্তাঘাটে। আর তার জেরেই নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে।
সুরক্ষার খাতিরে তাই ক্রিসমাস ইভের উদযাপনও সন্ধে সাড়ে আটটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই নির্দেশ অনুযায়ী, ১০টার মধ্যে সকলে বাড়ি ফিরতে পারবেন। কারণ রাত ১০টা থেকেই চালু হবে কার্ফু। এ-ছাড়াও সান্দ্রা জানিয়েছেন, ক্রিসমাস পার্টিতে এ-বছর কেবল পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করলেই ভাল। বাইরের লোক ডেকে ভিড় বাড়ালে বিপদ বাড়বে।
ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে জানিয়েছেন, উৎসব তো থাকবেই, কিন্তু সুরক্ষায় কোনওভাবেই ঢিলেমি দেওয়া যাবে না। কোভিডের তৃতীয় ঢেউ আসার আগে তা রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। জানুয়ারিতেই ইটালিতে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে এবং প্রথম বা দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তা কোনও অংশেই কম শক্তিশালী নয়।
তবে কর্মক্ষেত্রের জরুরি প্রয়োজনীয়তা, চিকিৎসা সংক্রান্ত ইমার্জেন্সির ক্ষেত্রে এই কার্ফু প্রযোজ্য নয়। ক্রিসমাস ডে, বক্সিং ডে (২৬ ডিসেম্বর) এবং নিউ ইয়ার্স ডে উদযাপনের জন্য ইটালিয়রা শহর ছাড়তে পারবেন না।