Japan Volcano Eruption: মিলে গেল জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী? উগরাচ্ছে ফুটন্ত লাভা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ!
Japan: জাপান জুড়ে আতঙ্ক এক ভবিষ্যদ্বাণী ঘিরে। জাপানিজ মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি তাঁর বইতে লিখেছেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি হবে। জাপান ও ফিলিপিন্সের মাঝে দুটি টেকটোনিক প্লেটের মাঝে বিস্ফোরণ হবে এবং এর জেরেই মেগা-সুনামি আসবে।

টোকিয়ো: ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, আজ আসবে মেগা-সুনামি। এখনও সুনামি আসেনি, তবে জাপানে কিন্তু বিপদের আভাস মিলতে শুরু করল। জেগে উঠল জাপানের মাউন্ট শিনমোয়েডাকে। জেগে উঠেছে আগ্নেয়গিরি। সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবারই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। বেরিয়ে আসছে লাভা। টানা গলগল করে ধোঁয়া বের হচ্ছে সেখান থেকে। ৩০০০ মিটার পর্যন্ত ধোঁয়া পৌঁছেছে। ২০১১ সালের পর এই প্রথম জাপানে কোনও আগ্নেয়গিরি থেকে ধোঁয়া এত উচ্চতায় পৌঁছল।
অন্যদিকে, বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে কাগোসিমা প্রদেশে। ১ হাজারেরও কম্পন অনুভূত হয়েছে বিগত দুই সপ্তাহ ধরে। দক্ষিণ কিয়োসুতেও ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আশেপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। শনিবার জাপান প্রশাসনের তরফে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্কতা জারি করেছে।
প্রসঙ্গত, জাপান জুড়ে আতঙ্ক এক ভবিষ্যদ্বাণী ঘিরে। জাপানিজ মাঙ্গা আর্টিস্ট রিও তাতসুকি তাঁর বইতে লিখেছেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামি হবে। জাপান ও ফিলিপিন্সের মাঝে দুটি টেকটোনিক প্লেটের মাঝে বিস্ফোরণ হবে এবং এর জেরেই মেগা-সুনামি আসবে, যার ঢেউ ২০১১ সালের সুনামির থেকেও তিনগুণ বেশি হবে।
এর আগে তাতসুকির একাধিক স্বপ্ন সত্যি হয়েছে। ২০১১ সালের সুনামি থেকে করোনা মহামারির উল্লেখও ছিল তাঁর বইয়ে। সেই কারণেই তাঁকে জাপানিজ বাবা ভাঙ্গা বলা হয়। তার এই ভবিষ্যদ্বাণীর আতঙ্কেই জুলাই মাসে বহু পর্যটকরা বুকিং ক্যানসেল করে দিয়েছেন।

