অ্যামাজনের ‘চিফ এগজ়িকিউটিভ’ পদ থেকে সরে যাচ্ছেন জেফ বেজ়োস

সুমন মহাপাত্র |

Feb 03, 2021 | 1:52 PM

শীর্ষ পদ ছাড়লেও তিনি যে অবসরে যাচ্ছেন না, একথাও সাফ জানিয়েছেন তিনি। 

অ্যামাজনের চিফ এগজ়িকিউটিভ পদ থেকে সরে যাচ্ছেন জেফ বেজ়োস
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: অ্যামাজনের (Amazon) ‘চিফ এগজিকিউটিভ’ পদ থেকে সরে যাচ্ছেন প্রতিষ্ঠাতা জেফ বেজ়োস। চলতি বছরের শেষেই ‘চিফ এগজিকিউটিভ’ পদ থেকেই সরে যাবেন তিনি। ১৯৯৪ সালে এই ই-কমার্স সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন জেফ। তারপর এখন বিশ্বের বৃহত্তম  অনলাইন বিপণী প্রতিষ্ঠান হয়ে উঠেছে অ্যামাজন। সংস্থা যখন সাফল্যের চূড়ায়, তখনই ‘চিফ এগজিকিউটিভ’ পদ থেকে সরে যাওয়ার কথা জানালেন জেফ বেজ়োস।

চিঠিতে বৃহত্তম অনলাইন বিপণী সংস্থার প্রধান লিখেছেন, “অ্যামাজনের চিফ এগজ়িকিউটিভ পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থেকেছি। আমার বিভিন্ন স্বপ্ন পূরণের ফান্ড তুলেছি। এখন আর সেই উৎসাহ নেই।” তবে শীর্ষ পদ ছাড়লেও তিনি যে অবসরে যাচ্ছেন না, একথাও সাফ জানিয়েছেন তিনি।

জেফ বেজ়োসের পদে বসতে চলেছেন অ্যামাজনের বর্তমান ওয়েব সার্ভিস প্রধান অ্যান্ডি জ্যাসি।  শুরুর ৩ বছর পর অ্যান্ডি এসেছিলেন অ্যামাজনে। ২০০৩ সাল থেকে অ্যামাজনের ওয়েব সার্ভিস প্রধান হিসেবে কাজ করছেন অ্যান্ডি। তাঁর সম্পর্কে জেফ বেজ়োস জানিয়েছেন, অ্যান্ডি সংস্থার পরিচিত মুখ। তিনি মনে করেন অ্যান্ডি সফল ভাবেই তাঁর দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন: আটক সু কি: মায়ানমারের সেনা হেফাজতে এক ক্লাইম্যাক্সময় জীবন

করোনা অতিমারিতে লকডাউনের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে রেকর্ড ব্যবসা করেছে অ্যামাজন। গত তিনটি ত্রৈমাসিকে ১০ হাজার কোটি ডলারেরও বেশি টাকার রেকর্ড ব্যবসা করেছে জেফ বেজ়োসের সংস্থা। শুধুমাত্র শেষ ত্রৈমাসিকেই অ্যামাজনের লভ্যাংশ বেড়েছে দ্বিগুণ। ভারতেও ব্যাপক ব্যবসা করেছে অ্যামাজন। সম্প্রতি ভারতের বাজার দখলের জন্য মুকেশ অম্বানীর সঙ্গে ব্যবসায়িক সংঘাতে জড়িয়েছিলেন জেফ বেজ়োস। জল গড়িয়েছিল সালিশি আদালত থেকে সেবি পর্যন্তও। ফিউচার গ্রুপের খুচরো পণ্য, পাইকারি ও পণ্য পরিবহন-সহ রিটেল ব্যবসা কিনে নিতে চেয়েছিলেন মুকেশ অম্বানী। তারপরেই বাজার দখলের রেষারেষি শুরু হয় দুই সংস্থার।

Next Article