Neera Tanden: ‘সাদা বাড়িতে’ আরও এক ভারতীয় বংশোদ্ভূত, বাইডেনের খাস পরমার্শদাতা হলেন নীরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 07, 2023 | 10:53 AM

Joe Biden: নীরা ট্যান্ডন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাব কাজ করেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন জমানায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস অ্যান্ড সেন্টার ফর আমেরিকান পোগ্রেস অ্যাকশনের সিএইও এবং প্রেসিডেন্ট তিনি।

Neera Tanden: সাদা বাড়িতে আরও এক ভারতীয় বংশোদ্ভূত, বাইডেনের খাস পরমার্শদাতা হলেন নীরা
নীরা ট্যান্ডন

Follow Us

ওয়াশিংটন: ইন্দো-আমেরিকান নীরা ট্যান্ডনকে ডোমেস্টিক পলিসি উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার অভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ এবং উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে ওই ভারতীয় বংশোদ্ভূতকে। শুক্রবার নীরার নাম ঘোষণ করেছেন বাইডেন। এ ব্যাপারে তিনি বলেছেন, “ডোমেস্টিক পলিসি অ্যাডভাইসর হিসাবে নীনা ট্যান্ডনের নাম ঘোষণা করে আমি আপ্লুত। ডোমেস্টির পলিসি নির্ধারণ ও তার রূপায়নের কাজ করবেন তিনি। স্বাস্থ্য ক্ষেত্র, অভিবাসন, শিক্ষার মতো ক্ষেত্রের নীতি তৈরিতে সাহায্য করবেন নীনা।” এর আগে বাইডেনের ডোমেস্টিক পলিসি উপদেষ্টা ছিলেন সুসান রাইস। তাঁকে সরিয়েই এই পদে বসলেন ভারতীয় বংশোদ্ভূত নীরা।

নীরা ট্যান্ডনই হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি আমেরিকার ডোমেস্টিক পলিস উপদেষ্টা হলেন। এই বিষয়টিও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন বাইডেন। তিনি বলেছেন, “ট্যান্ডল হলেন প্রথম এশীয়-আমেরিকান যিনি হোয়াইট হাউসের প্রধান তিনটি পলিসি কাউন্সিলকে নেতৃত্ব দেবেন।” জননীতি নির্ধারণে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে নীরার। তাঁর এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান বাইডেন প্রশাসন। এ ব্যাপারে বাইডেন বলেছেন, “সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে আমার অভ্যন্তরীন, অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা দলের নীতি নির্ধারণ প্রক্রিয়া দেখভালৃ করবেন নীরা ট্যান্ডন। জননীতি প্রণয়নে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। অতীতে তিন জন প্রেসিডেন্টের হয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। দেশের সবথেকে বড় থিঙ্ক ট্যাঙ্ককে তিনি প্রায় এক দশক নেতৃত্ব দিয়েছেন।”

নীরা ট্যান্ডন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাব কাজ করেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন জমানায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস অ্যান্ড সেন্টার ফর আমেরিকান পোগ্রেস অ্যাকশনের সিএইও এবং প্রেসিডেন্ট তিনি। স্বাস্থ্য বিষয়ে নীতি নির্ধারণের ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে নীরার।

Next Article