ইন্দো-আমেরিকান সঙ্কেতকে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে মনোনয়ন বাইডেনের

বর্তমানে তিনি আমেরিকার ম্যাজিস্ট্রেট জাজ হিসাবে কর্মরত। ২০১৭ সাল থেকেই এই পদে রয়েছেন তিনি। তাঁর নামই ডিস্ট্রিক্ট জাজ হিসাবে প্রস্তাব দিয়েছেন। সঙ্কেত নিরাপত্তা, চুক্তি, নিয়ন্ত্রণ, দেউলিয়া সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। ৪৬ বছরের সঙ্কেতের বাবা-মা ভারত এবং কেনিয়ার অভিবাসী।

ইন্দো-আমেরিকান সঙ্কেতকে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে মনোনয়ন বাইডেনের
সঙ্কেত জয়সুখ বুলসারা
Follow Us:
| Updated on: Feb 10, 2024 | 10:35 PM

ওয়াশিংটন: আমেরিকার ডিস্ট্রিক্ট জাজ হিসাবে ইন্দো-আমেরিকানের নাম মনোনয়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসাবে এই মনোনয়ন দিয়েছেন বাইডেন। ওই ইন্দো-আমেরিকানের নাম সঙ্কেত জয়সুখ বুলসারা। বর্তমানে তিনি আমেরিকার ম্যাজিস্ট্রেট জাজ হিসাবে কর্মরত। ২০১৭ সাল থেকেই এই পদে রয়েছেন তিনি। তাঁর নামই ডিস্ট্রিক্ট জাজ হিসাবে প্রস্তাব দিয়েছেন। সঙ্কেত নিরাপত্তা, চুক্তি, নিয়ন্ত্রণ, দেউলিয়া সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ। ৪৬ বছরের সঙ্কেতের বাবা-মা ভারত এবং কেনিয়ার অভিবাসী।

হোয়াইট হাউসের তরফে দেওয়া বিবৃতিতে সঙ্কেতকে ‘একস্ট্রাঅর্ডিনারি কোলিফায়েড’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে অভিজ্ঞ এবং নিয়োজিত হিসাবে উল্লেখ করা হয়েছে।

হার্ভার্ড ল স্কুল থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন সঙ্কেত। তার আগে হার্ভার্ড কলেজ থেকে স্নাতক হয়েছেন।