দিবাস্বপ্ন দেখার ‘সীমা’ বাড়াল বাংলাদেশ, ৪ দিনে কলকাতা কবজা করতে না পেরে এবার দিল্লি দখলের ডাক

India-Bangladesh: মুফতি কাজি ইব্রাহিম বলেন, "ভারতকে বলব, তুমি তোমাকে নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি কর, তাহলে তোমারটা নিয়ে টান দেব।"

দিবাস্বপ্ন দেখার 'সীমা' বাড়াল বাংলাদেশ, ৪ দিনে কলকাতা কবজা করতে না পেরে এবার দিল্লি দখলের ডাক
ফাইল চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 18, 2024 | 10:42 AM

ঢাকা: সংখ্যালঘুদের উপরে নির্যাতন চালিয়ে বিশ্বমঞ্চে মুখ পুড়ছে বাংলাদেশের, তবু ফাকা বুলি বন্ধ হচ্ছে না। কলকাতা, আগরতলা, সেভেন সিস্টার্স দখলের ফাকা বুলির পর এবার দিল্লি ধরে টান দেওয়ার হুমকি। মঙ্গলবার এই হুমকি দিতে শোনা যায় মৌলবাদী নেতা  মুফতি কাজি ইব্রাহিমকে।

মঙ্গলবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইসলামি বক্তা মুফতি বলেন, “মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে। যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দেবে কাকে? তুমি তো অন্যায় করেছ। ভারত যদি বেয়াদবি করে, তাহলে আমরা আসল দাবি তুলব। তখন দিল্লি ধরে টান দেব।”

মুফতি কাজি ইব্রাহিম বলেন, “ভারতকে বলব, তুমি তোমাকে নিয়ে থাকো। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি কর, তাহলে তোমারটা নিয়ে টান দেব। আমরা ডিফেন্সিভ জাতি। আক্রান্ত হলে আমরা সবাই রয়েল বেঙ্গল টাইগার। ভারতকে বলছি, মোদীকে বলছি, খামোখা আমাদের নিয়ে নাক গলাবেন না। ড. ইউনুস আছে। তাঁকে দেশটা চালাতে দেন। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন।”

মলদ্বীপ ইস্যু টেনে ভারতের বিরুদ্ধে বিষোদগার করে আরও বলেন, “ভারতকে তো কেউ দেখতে পারে না। মলদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি। বাংলাদেশ কখনও ভারতকে শত্রু বানায়নি। তারা বাংলাদেশ নিয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। ”

সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে যেখানে মুখ পুড়ছে বাংলাদেশের, তা নিয়ে সাফাই দিয়ে বলেন, “এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না। তাদেরকে ভালবাসার আবহে রাখা হয়েছে। হিন্দুরা বলছে, আমরা ভালো আছি, নিরাপদে আছি। কিন্তু ভারত বলছে, তারা সুখে নেই।”