Kohinoor Crown: ভারতের কোহিনূর উঠেছিল রানি এলিজাবেথের মাথায়, তাঁর অবর্তমানে এর মালিক হবেন কে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2022 | 1:17 PM

Kohinoor Crown: ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজগদির দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই প্রথা অনুযায়ীই আজ ব্রিটেনের পরবর্তী শাসক হিসাবে প্রিন্স চার্লস শপথ গ্রহণ করবেন। সেই সময়ই ক্যামিলিয়ার মাথায় উঠবে কুইনের মুকুট।

Kohinoor Crown: ভারতের কোহিনূর উঠেছিল রানি এলিজাবেথের মাথায়, তাঁর অবর্তমানে এর মালিক হবেন কে?
কোহিনূর বসানো মুকুট পাবেন কে?

Follow Us

লন্ডন: ‘রানি’ হারা ইংল্যান্ড। প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার বিকেলেই বাকিংহ্যাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয় যে, স্কটল্য়ান্ডের বারমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি। তাঁর অবর্তমানে ব্রিটেনের শাসকের গদিতে বসতে চলেছেন তাঁর পুত্র প্রিন্স চার্লস। ক্ষমতার হাতবদলের সঙ্গে সঙ্গেই একাধিক পরিবর্তনও আসবে। তবে বর্তমানে যে বিষয়টি সবথেকে বেশি চর্চায়, তা হল রানি দ্বিতীয় এলিজাবেথের পর কোহিনূর এবার কার মাথায় উঠবে?

গতকালই রানির অসুস্থতার খবর সামনে আসতেই স্কটল্যান্ডে ছোটেন রাজ পরিবারের সদস্যরা। ছেলে প্রিন্স চার্লস থেকে নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি- সকলেই দ্রুত বালমোরাল প্রাসাদে উপস্থিত হন। সেখান থেকেই রানির এলিজাবেথের প্রয়াণের পর জানানো হয় যে, এবার ইংল্যান্ডের রাজগদিতে বসতে চলেছেন প্রিন্স চার্লস। তিনিই যাবতীয় রাজপাট সামলাবেন। এদিকে, গত বছরই রানি ঘোষণা করেছিলেন যে প্রিন্স চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়েল ক্যামিলিয়াই কুইন কনসর্ট হবেন। যখন তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন, সেই সময় তাঁকে কোহিনূর বসানো বিখ্যাত সেই মুকুট পরিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজগদির দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই প্রথা অনুযায়ীই আজ ব্রিটেনের পরবর্তী শাসক হিসাবে প্রিন্স চার্লস শপথ গ্রহণ করবেন। সেই সময়ই ক্যামিলিয়ার মাথায় উঠবে কুইনের মুকুট।

১০৫.৬ ক্যারাটের এই কোহিনূর হিরে নিয়ে বিতর্কের শেষ নেই। চতুর্দশ শতাব্দীতে ভারতের গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল এই কোহিনূর। এরপরে বহু হাত ঢোকে এই বহুমূল্যে হিরে। ভারতে ব্রিটিশ শাসকরা আসার পরে, ১৮৪৯ সালে পঞ্জাবের অধিকার গ্রহণের পরই কোহিনূর নিয়ে চলে যায় ব্রিটিশ শাসকরা। সেই হিরে তুলে দেওয়া হয় রানি ভিক্টোরিয়ার হাতে। তারপর থেকে ব্রিটেনেই রয়ে গিয়েছে কোহিনূর, রানির মুকুটে বসানো হয় ওই বহুমূল্য হিরে। কোহিনূরের উপরে কার অধিকার, তা নিয়ে ভারত সহ চার দেশের সঙ্গে বিরোধ রয়েছে ব্রিটেনের।

১৯৩৭ সালে কিং জর্জ ষষ্ঠের করোনেশন বা শাসক হিসাবে দায়িত্ব গ্রহণের সময় প্ল্যাটিনামের মুকুট তৈরি করা হয়। ওই মুকুটের মধ্যমণিই কোহিনূর। প্রথম এই মুকুট পরেন রানি এলিজাবেথ। বর্তমানে লন্ডন টাওয়ারেই সাজিয়ে রাখা রয়েছে এই মুকুট।

Next Article