শিকাগো: আমেরিকার মিসৌরি প্রদেশের সেন্ট লুইসে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে খুন কলকাতার নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। গত মঙ্গলবার, এই নৃত্যশিল্পীকে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। শিকাগোয় অবস্থিত ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য সেন্ট লুইস পুলিশের কাছে জোরাল আবেদন করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কনস্যুলেটের পক্ষ থেকে, নিহত নৃত্যশিল্পীর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শিকাগোর ভারতীয় কনস্যুলেট বলেছে, “মিসৌরির সেন্ট লুইসে মৃত অমরনাথ ঘোষের পরিবার ও পররিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা তদন্তের বিষয়ে ফরেনসিক দফতর এবং পুলিশকে সাহায্য করছি। কনস্যুলেটের পক্ষ থেকে নিহত অমরনাথ ঘোষের আত্মীয়দের সব ধরনের সাহায্য করা হচ্ছে। এই নিন্দনীয় বন্দুক হামলার সঠিক তদন্তের জন্য সেন্ট লুইস পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের কাছে জোরাল আবেদন করা হয়েছে।”
Deep condolences to family & friends of deceased Amarnath Ghosh in StLouis, Missouri. We are following up forensic, investigation with police & providing support. @IndianEmbassyUS @MEAIndia
— India in Chicago (@IndiainChicago) March 1, 2024
কলকাতার এই প্রতিশ্রুতিমান নৃত্যশিল্পীর খুনের খবর প্রথম জানান টেলিভিশন অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, অমরনাথ ঘোষ তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি আরও জানান, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন অমরনাথ। তিন বছর আগে, তাঁর মায়েরও মৃত্যু হয়েছিল। ঘোষ পরিবারের একমাত্র সদস্য ছিলেন তিনি। সেন্ট লুইস আকাদেমিতে নৃত্যকলা বিষয়ে পিএইচডি করতে আমেরিকা গিয়েছিলেন অমরনাথ। গত মঙ্গলবার সন্ধ্যায় আকাদেমির পাশেই এক রাস্তা ধরে হাঁটছিলেন তিনি। সেই সময়ই এক অজ্ঞাত পরিচয় আততায়ী এসে তাঁকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কলকাতার এই নৃত্যশিল্পীর।
দেবলিনা আরও জানিয়েছেন, এই ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। কয়েকজন বন্ধু ছাড়া তাঁর হয়ে লড়াই করার মতো কেউ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর কয়েকজন বন্ধু তাঁর দেহ উদ্ধারের চেষ্টা করেছেন। তবে এখনও তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হয়নি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন দেবলিনা ভট্টাচার্য। তিনি লেখেন, “আপনি দয়া করে এই বিষয়টি দেখুন। অন্তত তাঁকে কেন হত্যা করা হল, আমাদের তা জানা উচিত।” এরপরই, দূতাবাসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করা হয়।
My friend #Amarnathghosh was shot & killed in St louis academy neigbourhood, US on tuesday evening.
Only child in the family, mother died 3 years back. Father passed away during his childhood.
Well the reason , accused details everything are not revealed yet or perhaps no one…
— Devoleena Bhattacharjee (@Devoleena_23) March 1, 2024
কাজের সূত্রে অনেকটা সময় কলকাতায় কাটালেও, আদতে সিউড়ির বাসিন্দা অমরনাথ ঘোষ। সিউরির ১৬ নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীতে তাঁদের বাড়ি। তিনি কুচিপুরি নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে আমেরিকা থেকে অমরনাথের বন্ধুরা তাঁর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, নৃত্যশিল্পীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ইনস্টিটিউটের পাশ থেকেই তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। বাবা-মাহীন অমরনাথের অভিভাবক এখন তাঁর কাকা-কাকিমা। তাঁরা চাইছেন, অমরনাথের দেহ আমেরিকা থেকে বাড়িতে ফিরিয়ে আনা হোক।
Why did a dancer #AmarnathGhosh go to US for his PhD?
“What’s this love for USA” people’ve been asking me!!
Will answer it all, after I’m done with my duty as a mother figure towards a son killed in foreign soil! 🥲The pain would never seize..
scenes of him being shot, his… pic.twitter.com/RDnRegLyjc— Meenakshi Sharan (@meenakshisharan) March 2, 2024
প্রসঙ্গত, ২০২৪ সালের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ভারতীয় ছাত্রের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে হেট ক্রাইম বা ঘৃণামূলক হামলার সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাও কি সেই ধারাবাহিকতারই অংশ? সঠিক তদন্তই তার জবাব দিতে পারে।