China Woman: চোখের ভিতর কিলবিল করছে পোকা, মহিলার দু-চোখ থেকে বেরোল ৬০টি জ্যান্ত পরজীবী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 11, 2023 | 7:10 PM

live worms in eyes: চোখের ভিতর কিলবিল করছে জ্যান্ত পোকা। তারপর চিকিৎসকের সাহায্যে দু-চোখের ভিতর থেকে বেরোল জ্যান্ত ৬০টি পোকা। শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে চিনে। সে দেশেরই এক মহিলার দু-চোখের ভিতর থেকে বেরিয়েছে ছোট-ছোট পোকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

China Woman: চোখের ভিতর কিলবিল করছে পোকা, মহিলার দু-চোখ থেকে বেরোল ৬০টি জ্যান্ত পরজীবী
চোখের ভিতর বাসা বেঁধেছে পোকা। প্রতীকী ছবি।

Follow Us

বেজিং: এরকমও হয়! চোখের ভিতর কিলবিল করছে জ্যান্ত পোকা। তারপর চিকিৎসকের সাহায্যে দু-চোখের ভিতর থেকে বেরোল জ্যান্ত ৬০টি পোকা। শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছে চিনে। সে দেশেরই এক মহিলার দু-চোখের ভিতর থেকে বেরিয়েছে ছোট-ছোট পোকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, চিনের কুনমিংয়ে বসবাসকারী এক মহিলার বেশ কিছুদিন ধরে চোখে অস্বস্তি, চুলকানি শুরু হয়। চোখ ক্রমাগত লাল হয়ে যাচ্ছিল। তারপর চিকিৎসকের কাছে যেতেই চোখে অস্বস্তির কারণ জানতে পারেন। জানতে পারেন, তাঁর চোখের ভিতরে বাসা বেঁধেছে একপ্রকার পরজীবী। যা শুনে হতবাক হয়ে যান ওই মহিলা। ওই মহিলা থেকে চিকিৎসক প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা সন্দিহান থাকলেও চোখের বিভিন্ন পরীক্ষার পর তাঁর অনুমান সত্যি প্রমাণিত হয়। এরপর কুনমিংয়ের স্থানীয় হাসপাতালের চিকিৎসক ডা. গুয়ান ওই মহিলার দু-চোখের ভিতর থেকে ৬০টি জ্যান্ত পোকা বের করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই মহিলার ডান চোখের ভিতর থেকে ৪০টি এবং বাঁ চোখ থেকে ২০টি ছোট গোলাকার পোকা বেরিয়েছে। চোখের পাতা ও মণির মাঝে কিলবিল করছিল পোকাগুলি। সেজন্যই তাঁর চোখে চুলকানি, অস্বস্তি হচ্ছিল।

কীভাবে চোখে পরজীবী বাসা বাঁধে?

পোকাগুলি সম্পর্কে ডা. গুয়ান জানান, এগুলি ফাইলেরিয়েডিয়া প্রজাতির পরজীবী। সাধারণত, মাছি থেকে এই ধরনের পরজীবী দেহে বাসা বাঁধতে পারে। যদিও ওই মহিলার ধারণা, তাঁর পোষ্য কুকুর বা বিড়ালের দেহ থেকে এই পরজীবী তাঁর চোখে প্রবেশ করেছে। কেননা পোষ্যদের আদর করার পর সেই হাত চোখে দেওয়ার পর থেকেই তাঁর চোখে অস্বস্তি শুরু হয়। তাঁর এই ধারণা অমূলক নাও হতে পারে বলে ডা. গুয়ান জানিয়েছেন।

বরাতজোরে ওই মহিলার দৃষ্টিশক্তি নষ্ট হয়নি। তবে পরজীবী থেকে দৃষ্টিশক্তি চলে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ডা. গুয়ান। আপাতত ওই মহিলাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। পোষ্যদের গায়ে হাত দেওয়ার পর সর্বদা হাত ধোয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসক।

Next Article