Liz Truss: ৪৪ দিনের রাজ্যপাট, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা লিজ় ট্রাসের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 20, 2022 | 9:42 PM

Liz Truss: ইস্তফা দিলেন লিজ় ট্রাস। বৃহস্পতিবার তিনি ইস্তফার বিষয়ে ঘোষণা করলেন।

Liz Truss: ৪৪ দিনের রাজ্যপাট, ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা লিজ় ট্রাসের
ছবি সৌজন্যে : AFP

Follow Us

লন্ডন: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সদ্য নির্বাচিত লিজ় ট্রাস (Liz Truss)। দীর্ঘ জল্পনার পর অবশেষে নিজের ইস্তফার কথা বৃহস্পতিবার ঘোষণা করলেন তিনি। প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর মোট ৪৪ দিন রাজ্যপাট  সামলালেন লিজ় ট্রাস। আর্থিক নীতি নিয়ে নিজের দলের সদস্যের ক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর উপর আস্থা হারাচ্ছিলেন কনসারভেটিভ (Conservative Party) সদস্যরাই। একে একে তাঁর থেকে সমর্থন তুলে নিয়েছিলেন বর্ষীয়ান মন্ত্রীরা। দলের মধ্যে তাঁর প্রধানমন্ত্রিত্ব নিয়ে যখন অসন্তোষ তীব্র, সেই সময় অবশেষে হার স্বীকার করলেন ট্রাস। এদিন  ১০ ডাউনিং স্ট্রিট থেকে তিনি ঘোষণা করলেন,’আমি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে ইস্তফা দিচ্ছি। পরর্বতী নেতা নির্বাচিত হওয়ার আগে অবধি প্রধানমন্ত্রী থাকব।’

দেশে করমুক্ত ব্যবস্থা আনার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর গদি হাশিল করেছিলেন লিজ ট্রাস। সেই লড়াইতে হারিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তবে যে প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টি প্রধান হয়েছিলেন ট্রাস সেই প্রতিশ্রুতি রাখতে ব্য়র্থ হয়েছিলেন তিনি। সম্প্রতি পেশ করা মিনি বাজেটে তার প্রতিফলন দেখা গিয়েছে। তারপরই টোরি পার্টির অন্দরে নিজের সমর্থকরাই ট্রাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তখন থেকেই ট্রাসকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। এদিকে গত শুক্রবার থেকেই নিজের মন্ত্রিসভার দু’জনকে খুইয়েছিলেন লিজ়।

প্রসঙ্গত, ট্রাসের বিরুদ্ধে ব্রিটেনে ক্ষোভ বাড়তে শুরু করে সম্প্রতি। এই পরিস্থিতিতে গতকালই তিনি বলেছিলেন, ‘আমি একজন যোদ্ধা এবং পালিয়ে যাব না। কঠোর সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত।’ এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিলেন লিজ ট্রাস। ট্রাসের ইস্তফার সঙ্গে সঙ্গে স্বভাবতই প্রশ্ন উঠেছে এবার মসনদে বসবেন কে? বরিস জনসন ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে লিজ়ের বিপরীতে ছিলেন সুনক। শেষ অবধি লিজ় টোরি পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হলেও সুনকের ঝুলিতেও খুব একটা কম ভোট আসেনি। ট্রাস যেখানে ৮১,৩২৬ জনের সমর্থন পেয়েছিলেন সেখানে সুনক পেয়েছিলেন ৬০,৩৯৯ জনের সমর্থন। ফলে এবার ব্রিটেনের রাজনীতি কোন দিকে মোড় নেয় তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। আগামী সপ্তাহেই নয়া পার্টি প্রধান বেছে নেওয়ার জন্য নির্বাচন হবে বলে জানিয়েছেন লিজ়। এবার কার নামে প্রধানমন্ত্রীর গদি লেখা হবে সেটাই দেখার।

Next Article