Indonesia Earthquake: সমুদ্রের নীচে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অংশ

Indonesia Earthquake: ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সাগরের নীচে ভূমিকম্প হলেও, সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Indonesia Earthquake: সমুদ্রের নীচে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অংশ
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 5:02 PM

জাকার্তা: ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ৩টে বেজে ২৫ মিনিটে জাভার উত্তর উপকূলে এই ভূমিকম্প হয়। উৎস ছিল তুবান শহর থেকে ৯৬ কিলোমিটার উত্তরে, সাগরের নীচে। সমুদ্রের নীচে ভূমিকম্প হলে সাধারণত সুনামির আশঙ্কা থাকে। তবে, ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ৫৯৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎস। তাই, এই ক্ষেত্রে সুনামি আসার কোও সম্ভাবনা নেই। সংবাদ সংস্থা রয়টার্সকে সেই দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাং অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ওই মুখপাত্র বলেন, “ভূমিকম্পটি খুব গভীরে সৃষ্ট হওয়ায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মনে হয় না বড়মাপের কোও ক্ষতি হবে। তবে আমরা এখনও পরিস্থিতির উপর নজর রাখছি।”