লন্ডন: নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই মঙ্গলবার ঘোষণা করেছিলেন তিনি আসার মালিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। প্রসঙ্গত মালালা ২০১৪য় নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। আসুন জেনে নেওয়া যাক মালালার স্বামী কে ওই আসার মালিক আর কী করেন তিনি।
একদিকে সারা পৃথিবীতে যেখানে মালালা একজন সক্রিয় সমাজকর্মী হিসেবে পরিচিত, অন্যদিকে তাঁর স্বামী আসার মালিক খেলার দুনিয়ার সঙ্গে যুক্ত। আসার মালিকের লিঙ্কড ইন পেজ অনুযায়ী, তিনি পাকিস্থান ক্রিকেট বোর্ডে হাই পারফর্মেন্স জেনারেল ম্যানেজার। তিনি নিজের ইনস্টাগ্রামে আলাদা আলাদা ক্রিকেট আয়োজনের বেশকিছু ছবি শেয়ার করেছেন।
ইএসপিএন ক্রিকইনফোর মতে, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার আগে আসার প্লেয়ার ম্যানেজমেন্ট এজেন্সির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। তিনি লাস্ট ম্যান স্ট্যান্ড ক্রিকেট লীগে একটি ফ্রেঞ্চাইজি মালিকও ছিলেন। আসার বলেছিলেন তাঁর লক্ষ্য ‘পাকিস্তানে তৃণমূল স্তরে ক্রিকেট পুণর্জ্জীবিত হোক’, সেই সঙ্গে শুরু থেকেই খেলোয়াড়রা ভাল সুযোগ পান।
আসার লহোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। লিঙ্কডইন পেজ অনুযায়ী তিনি ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সেখানকার ছাত্র ছিলেন। আসারের মোতাবেক, তিনি অর্থশাস্ত্র আর রাজনীতি বিজ্ঞানের স্নাতক পাশ করেছেন। তিনি নিজের প্রোফাইলে এই কথাও উল্লেখ করেছেন যে, তিনি থিয়েটার প্রোডাকশন ড্রামালাইনের সভাপতিও ছিলেন। ব্রিটেনে বসবাসকারী মালালা মঙ্গলবার জানিয়েছিলেন, তিনি আসারের সঙ্গে বার্মিংহামে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী বিবাহ অনুষ্ঠানে তাঁর আত্মীয়রা উপস্থিত ছিলেন। চারটি ছবি সহ মালালা টুইট করেছেন, আজ আমার জীবনের অমূল্য দিন। আসার আর আমার আজ বিয়ে হয়েছে।
মালালাকে মেয়েদের অধিকার নিয়ে লড়াই করার জন্য সম্মানিত করা হয়। তবে পাকিস্তানে তাঁর এই সক্রিয় কাজকর্ম নিয়ে মানুষের আলাদা আলাদা বিচার রয়েছে। চলতি বছরের জুলাই মাসে মালাল ব্রিটিশ পত্রিকাকে জানিয়েছিলেন, তাঁর মনে হয় না যে তিনি বিয়ে করবেন। ওই পত্রিকায় মালালাকে উল্লেখ করে বলা হয়েছিল – ‘আমি এখনও বুঝতে পারিনি যে মানুষকে কেন বিয়ে করতে হয়। যদি আপনি নিজের জীবনে একজন মানুষতে চান, তাহলে আপনার বিবাহের দস্তাবেজে সই করার প্রয়োজন কী। এটা স্রেফ একটা পার্টনারশিপ কেনও হতে পারে না? সেই সময় পাকিস্তানে বেশকিছু সোশ্যাল মিডিয়া ইউজার এই মন্তব্যের সমালোচনা করেছিলেন।
আরও পড়ুন: England tour Pakistan: পাকিস্তান সফরে গিয়ে ক্ষতিপূরণ দেবে ইংল্যান্ড