ভাইরাসের কবল থেকে মিলল না মুক্তি, করোনা আক্রান্ত চিড়িয়াখানার চার সিংহ!

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 10, 2021 | 2:19 PM

Singapore, corona case, সিঙ্গাপুরে নতুন করে ৩ হাজার ৩৯৭ টি নতুন করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এরমধ্য ১৬৯ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এখনও অবধি এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ২০০ জন।

ভাইরাসের কবল থেকে মিলল না মুক্তি, করোনা আক্রান্ত চিড়িয়াখানার চার সিংহ!
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

সিঙ্গাপুর: করোনা মহামারির (Corona Pandemic) আগমনের পর থেকে দেশে বিদেশে অনেক মানুষই এই রোগে আক্রান্ত হয়েছেন। করোনার আগমন নতুন করে আমাদের বাঁচতে শিখিয়েছে। কিন্তু করোনা যে শুধুমাত্র মানুষেরই হয় এমন ভাবলে ভুল হবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে সিঙ্গাপুরের চিড়িয়াখানায় (Singapore Zoo) ৪ জন সিংহের করোনা আক্রান্ত (Covid infected Lions) হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে করোনা আক্রান্ত চিড়িয়াখানার কর্মীদের সংস্পর্শে এসেই  আক্রান্ত হয়েছে ওই চার সিংহ। চিড়িয়াখানার অপারেটর তথা মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের সংরক্ষণ, গবেষণা ও পশুচিকিৎসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডাঃ সোনজা লুজ জানিয়েছেন করোনা আক্রান্ত চার সিংহ আপতত সুস্থ রয়েছে এবং তাঁরা ঠিক মতো খাওয়া দাওয়াও করছে।

সিঙ্গাপুরে নতুন করে ৩ হাজার ৩৯৭ টি নতুন করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এরমধ্য ১৬৯ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। এখনও অবধি এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ২০০ জন। করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫২৩ এ পৌঁছে গিয়েছে।

সিএনএ রিপোর্ট অনুযায়ী নাইট সাফারি চলাকালীন ওই চারটি সিংহের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সিঙ্গাপুরের চিড়িয়াখানা একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র। শনিবারে পাওয়া খবর অনুযায়ী আক্রান্ত সিংহ গুলির মধ্যে কাশি, হাঁচি এবং অলসতার মত মৃদু উপসর্গ দেখতে পাওয়া গিয়েছে। এই মর্মে সিঙ্গাপুরের চিড়িয়াখানার কর্মকর্তারা সেখানকার সব সিংহ গুলিকেই নিজের নিজের গুহায় নিভৃতবাসে রাখার নির্দেশ দিয়েছেন। আফ্রিকা থেকে নিয়ে আসা একটি সিংহরে শরীরেও করোনা উপসর্গ দেখা দিয়েছিল। সোমবার সেই সিংহটিরও করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

চিড়িয়াখানার দুই রক্ষীর করোনা সংক্রমণ হয়েছে। সেই দুই রক্ষীকে অস্থায়ীভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই দুই রক্ষীর সংস্পর্শে আসা চিড়িয়াখানার অন্য কর্মীদেরও করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন Malala Yousafzai: “আমার জীবনের অতি মূল্যবান দিন” বার্মিংহামে সুখবর জানালেন নোবেল জয়ী মালালা

আরও পড়ুন NSA Meeting: ‘সময়সূচিগত সমস্যা’, আফগানিস্তান প্রসঙ্গে বৈঠক এড়ানোর অজুহাত দিল চিন

Next Article