মালে: প্রথমে ইন্ডিয়া আউট। এবার ইজরায়েল ব্যান। রবিবার (২ জুন) ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে তাদের একটি আইন সংশোধন করার ঘোষণা করল মলদ্বীপ। সেই দেশের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহুসান জানিয়েছেন, মন্ত্রিসভার এক সাম্প্রতিক বৈঠকে, প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ইজরাইলের পাসপোর্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
গাজায় যুদ্ধ চলছে। এর মধ্যে, শুধুমাত্র মলদ্বীপের কাছে প্যালেস্তাইনের অনুরোধ শোনার জন্য একজন বিশেষ দূত নিযুক্ত করেছেন মুইজ্জু। এবার, ইজরাইলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। সূত্রের খবর, আইনে প্রয়োজনীয় সংশোধনের জন্য সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্বীপরাষ্ট্রটি আরও জানিয়েছে, তারা প্যালেস্তিনিয় শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে। রাষ্ট্রপুঞ্জের রিলিফ অ্যান্ড ও ওয়ার্কস এজেন্সির সাহায্যে তা প্য়ালেস্তিনিয় নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। দক্ষিণ গাজার রাফা শহরে ইজরাইলি আক্রমণেরও নিন্দা করেছিল মলদ্বীপ সরকার।
গাজায় ইজরাইলের হামলা নিঃসন্দেহে নিন্দাযোগ্য। রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত বলেছে ‘অল আইজ অন রাফা’। কিন্তু, প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মারা বুদ্ধিমানের কাজ কিনা, মলদ্বীপ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই প্রশ্ন উঠে যাচ্ছে। সেই দেশের অর্থনীতি একান্তই পর্যটন নির্ভরশীল। এর আগে, ভারত বিদ্বেষের জেরে ভারতীয় পর্যটকদের হারিয়েছে দ্বীপরাষ্ট্রটি। এবার ইজরাইলি পর্যটকদের আনাগোনাও বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর প্রায় ১১,০০০ ইজরাইলি পর্যটক মলদ্বীপ ভ্রমণ করেছিলেন। মলদ্বীপের মোট বিদেশি পর্যটকের ০.৬ শতাংশই ইজরাইলি। কাজেই, মুউজ্জু সরকারের এই সিদ্ধান্তে, মলদ্বীপের অর্থনীতি যে আরও বেহাল হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।