Donald Trump: পর্নস্টারের সঙ্গে যৌন সম্পর্ক, মুখ বন্ধ রাখতে ঘুষ! দোষী সাব্যস্ত ট্রাম্প, হোয়াইট হাউসের দৌড় কি শেষ?

ঈপ্সা চ্যাটার্জী |

May 31, 2024 | 7:00 AM

Hush Money Trial: পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্য পর্নতারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন।

Donald Trump: পর্নস্টারের সঙ্গে যৌন সম্পর্ক, মুখ বন্ধ রাখতে ঘুষ! দোষী সাব্যস্ত ট্রাম্প, হোয়াইট হাউসের দৌড় কি শেষ?
ডোনাল্ড ট্রাম্প।
Image Credit source: AFP

Follow Us

ওয়াশিংটন: কয়েক মাস বাদেই ভোট। তার আগেই মুখ পুড়ল ট্রাম্পের। যে কেচ্ছা আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেই মামলায় দোষী প্রমাণিত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। পর্নতারকার সঙ্গে যৌন সম্পর্ক লুকোতে ঘুষ দেওয়ার মামলায় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল নিউ ইয়র্ক জুরি আদালত। ট্রাম্পের বিরুদ্ধে যে ৩৪টি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল, প্রতিটিতেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

আগামী নভেম্বর মাসেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ফের একবার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লড়ছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। নির্বাচনের পাঁচ মাস আগেই চরম অস্বস্তিতে পড়লেন ট্রাম্প।

পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্য পর্নতারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন। পরে আদালতে যান ওই পর্নতারকা। ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের বিবরণ থেকে শুরু করে ঘুষের কথা জানান তিনি। অবশেষে আদালত ডোনাল্ড ট্রাম্পকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত করল।

জানা গিয়েছে, রিপাবলিকান প্রার্থীর সর্বোচ্চ চার বছরের সাজা হতে পারে। তবে জেলে যেতে হলেও, নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না ট্রাম্পকে।

বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়েই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, “এই রায় লজ্জাজনক। সম্পূর্ণ মিথ্যা ও প্রভাবিত। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছ থেকেই আসল রায় পাওয়া যাবে।”

Next Article