মালে: গায়ে পড়ে ভারতের সঙ্গে শুরু করেছেন বিরোধ। হাতেনাতে তার ফল পাচ্ছেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। দীর্ঘ সময় ধরে ভারতের নানা উপকার ভুলে কূটনৈতিক চাপান-উতোর শুরু করার পরই দেশবাসীর জনরোষের মুখে পড়েছিলেন মুইজ্জু। এবার ব্যালটেও তার প্রভাব দেখা গেল। মালের মেয়র নির্বাচনে ধরাশায়ী মুইজ্জুর দল। বিপুল ভোটে জয়ী হল ভারত-পন্থী মলদ্বীপের ডেমোক্রাটিক পার্টি।
গত বছর অবধি মালের মেয়র ছিলেন মহম্মদ মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সেই শূন্যপদেই ছিল নির্বাচন। শনিবার ফল প্রকাশ হতেই দেখা যায়, গো-হারান হেরে গিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জুর দল। তার জায়গায় বিপুল মার্জিনে জয়ী হয়েছে বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রাটিক পার্টি, যারা ভারত-পন্থী হিসাবেই পরিচিত। মালের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন এমডিপির প্রার্থী অ্যাডাম আজ়িম।
মলদ্বীপের সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্বাচিত প্রার্থী আজ়িম পেয়েছেন ৫৩০৩টি ভোট। মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী আইশাত আজ়িমা শাকুর পেয়েছেন মাত্র ৩৩০১টি ভোট।
মালের মেয়র নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল জয়ী হওয়ায় মলদ্বীপের রাজনৈতিক পটচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। মলদ্বীপের সংসদেও সংখ্য়াগরিষ্ঠ এমডিপি-ই। নবনির্বাচিত প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারত-বিরোধী সুর চড়ানোর পরই তাঁর ইস্তফার দাবি করেছিল সোলির দল। মেয়র নির্বাচনে জয় তাদের আরও শক্তি জোগাবে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।