Job Seeker: বয়স ২১ বছর, আয় করেন ৮১ লক্ষ টাকা- আপনি যা ভাবছেন তা কিন্তু নয়

Jan 14, 2024 | 12:57 PM

Job Seeker: দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার পার্থে থাকেন তালেহ জইন (২১)। অল্প বয়সেই তিনি রোজগার করেন বছরে ৮১ লক্ষ টাকা। অথচ তালেহ কিন্তু স্থায়ী নন। তিনি একজন প্রশিক্ষণার্থী (intern)। তারপরও তিনি এত টাকা রোজগার করেন।

Job Seeker: বয়স ২১ বছর, আয় করেন ৮১ লক্ষ টাকা- আপনি যা ভাবছেন তা কিন্তু নয়
তালেহ জইন
Image Credit source: Instagram

Follow Us

কম সময়ে অনেক টাকা উপার্জন করতে কে না চায়। প্রত্যেকেই চেষ্টা করেন। তবে অস্ট্রেলিয়ার এই মেয়ের বেতন শুনলে আপনি চমকে যাবেন। মাত্র ২১ বছর বয়সে ৮৪ লক্ষ টাকা। অথচ এত বেতন পাওয়ার পরও তাঁর এই কাজ করতে রাজি হয় না কেউ। কারণ জানেন?

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার পার্থে থাকেন তালেহ জইন (২১)। অল্প বয়সেই তিনি রোজগার করেন বছরে ৮১ লক্ষ টাকা। অথচ তালেহ কিন্তু স্থায়ী নন। তিনি একজন প্রশিক্ষণার্থী (intern)। তারপরও তিনি এত টাকা রোজগার করেন। আসলে তালেয়া একজন খনির শ্রমিক। টায়ার ফিটার হিসাবে কাজ করেন। যুবতীর কাজ হল খনির ভিতরে যাওয়া। তারপর টায়ার লাগানো। টায়ার ফিটারের কাজ হল, খনিতে উপস্থিত মেশিনের টায়ার মেরামত করা। এই চাকরিতে অনেক ঝুঁকি আছে। তাই মেয়েটি এত বেশি বেতন পান। তালেয়া বছরে ৮৪ লক্ষ টাকা পান। অনেক মানুষ এই কাজ করতে অস্বীকার করে কারণ প্রায়শই খনিতে দুর্ঘটনা ঘটে।

অনেক সময়ই মেয়েটি ১২ ঘণ্টার অধিক সময়ে কাজ করেন। শুধু তাই নয়, ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও তাঁকে থাকতে হয় খনির ভিতরে। দৈনিক ওই প্রতিবেদন অনুযায়ী, ওই যুবতী ফিফোতে কাজ করেন। অর্থাৎ, যখন কোনও কোম্পানি তাঁদের কর্মীদের একটি অবস্থানে কাজ করার জন্য নিয়ে যায় এবং কাজ শেষ হলে তাঁদের ফিরিয়ে আনে। কর্মচারিদের যাবতীয় খরচ বহন করে কোম্পানি। এইভাবে কখনো কখনো তালেয়া ৮ মাস কাজ করে আবার ৪ মাসের ছুটিও পায়।

Next Article