মিয়ামি: দূরে কোথাও যেতে অনেকেই বিমানের ওপর ভরসা করেন। একদেশ থেকে অন্য দেশে যেতে বিমান ছাড়া কোনও ভরসা নেই। বিমানে করে বিভিন্ন নিষিদ্ধ জিনিস পাচার করার কথা শোনা গেলেও চুরির ঘটনা সচরাচর শোনা যায় না। এবার এমনই পরিস্থিতির মুখোমুখি হলেন দুই মহিলা। বুয়েনস এয়ার্স থেকে মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর নিকটবর্তী সিটে বসে থাকা দুই মহিলা যাত্রীর থেকে ১০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকার বেশি) এবং দুটি ক্রেডিট কার্ড চুরি করেছেন। জানা গিয়েছে মঙ্গলবার মিয়ামি বিমানবন্দরে বিমানটি অবতরণের পর দিয়েগো সেবাস্টিয়ান রাডিয়ো নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ফেডারেল কোর্ট থেকে পাওয়া নথিপত্র থেকে জানা গিয়েছে, বিমানের কর্মীরা তদন্তকারী আধিকারিকদের জানিয়ছেন, বিমান চলকালনী রাডিয়োর আচরণ ‘সন্দেহজনক’ ছিল। ওই ব্যক্তিকে বিমানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এমনকী তার জন্য নির্দিষ্ট আসনে না বসে প্রতারণার শিকার এক মহিলার আশেপাশে বসতে দেখা গিয়েছে। এক বিমান সেবিকা জানিয়েছেন, তিনি ওই ব্যক্তির হাতে মহিলাদের একটি টাকার ব্যাগ দেখেছেন। তদন্তকারীরা জানিয়েছেন, রাডিয়োকে গ্রেফতারের পর যখন তাঁর ব্যাগপত্র তল্লাশি চালানো হয়েছিল, তখন সেখান থেকে ওই দুই মহিলার খোয়া যাওয়া টাকা এবং ব্যাগ উদ্ধার করা হয়েছিল। এমনকী ধৃত ব্যক্তির জ্যাকেটের মধ্যে চুরি হওয়া ক্রেডিট কার্ড দুটি ছিল।
বিভিন্ন বিমা সংস্থার তরফে বিমানে চুরি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছিল। অস্ট্রেলিয়ার এক বিমান সংস্থা জানিয়েছিল, টয়লেট ব্রেকই চোরদের জন্য সবথেকে বড় সুযোগ। টাকা ছাড়াও বেশ কিছু ইলেক্ট্রনিক গ্যাজেট, ক্যামেরা, মোবাইলকেই প্রাথমিকভাবে নিশানা করে চোরেরা। বিমা সংস্থা বিমানের টিকিট কাটার সময়ই বিষয়গুলির সতর্ক হওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে। গোটা বিশ্বেই এখন মাঝেমধ্যেই বিমানে এই ধরনের চুরির ঘটনা শোনা যাচ্ছে। ২০১৯ সালে মালেশিয়া বিমানবন্দের কেপমারি করার সময় হাতেনাহাতে ধরেছিল বিমানকর্মীরা।