Bizarre: পাদকর্মের চোটে বেসামাল বিমান! তড়িঘড়ি নামিয়ে দেওয়া হল যাত্রীকে
Bizarre: একবার ভাবুন তো আপনি বিমানে যাচ্ছেন। বিমানে এমনিতেই জানলা দরজা সব বন্ধ থাকে, আর তার মধ্যেই কোনও ব্যক্তি যদি বারংবার পাদকর্ম করতে থাকে এবং সেই কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে?

ট্রেন, বাস বা বিমানে ভ্রমণ করার সময়, নানা অভিজ্ঞতা হয় আমাদের। কখনও তা ভাল আবার কখনও তা খারাপ। জীবনে পথ চলতে চলতে আমরা তা ভুলেও যাই। তবে কখনও কখনও এমন কিছু ঘটনাও ঘটে যা সারা জীবন আমাদের মনে রয়ে যায়। আজ এমন এক ঘটনার কথা শোনাবো।
বিমানে পরিবহণ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তবে একবার ভাবুন তো আপনি বিমানে যাচ্ছেন। বিমানে এমনিতেই জানলা দরজা সব বন্ধ থাকে, আর তার মধ্যেই কোনও ব্যক্তি যদি বারংবার পাদকর্ম করতে থাকে এবং সেই কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে? কতটা অস্বস্তির মধ্যে পড়তে হয় বাকি যাত্রীদের! সেই রকম ঘটনা ঘটেছে আমেরিকার একটি এয়ারলাইন্সের বিমানে। যার কারণে বাধ্য হয়ে সেই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এমনকি বিমান ছাড়েও নির্ধারিত সময়ে খানিক পড়ে।
ফোনিক্স থেকে অস্টিন যাত্রা করছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি। যাত্রীদের বোর্ডিং শেষ হয়ে গিয়েছে। তবু কেবল একজন প্যাসেঞ্জারের জন্য সঠিক সময়ে ছাড়েনি বিমান। এক ব্যক্তি ক্রমাগত পাদকর্ম করে যেতে থাকেন। তারই সঙ্গে তার অনান্য ব্যবহারে বিরক্ত বোধ করেন বাকি যাত্রীরা।
দুর্গন্ধে অতিষ্ট হয়ে অনান্য যাত্রীরা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন কেন তিনি এমন করছেন। এর উত্তরে সেই ব্যক্তি জানান, নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম তিনি, বিমানে যাত্রার সময়ে এই সমস্যার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন।
ওই ব্যক্তির পাশে বসে থাকা ব্যক্তি এই বিষয়ে বিরক্তি প্রকাশ করেন। এরপরেই অভদ্রের মতো আবারও সেই একই কাজ করে, ওই লোক্টি বলেন, “বলতো এই গন্ধটা কেমন?”
এপরেই বাকি যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি। বাধ্য হয়ে পাইলটকে গিয়ে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। যাত্রীদের কথা শুনে বিমান ক্রু ওই ব্যক্তিকে বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। তবে এই সব ডামাডোলের মাধ্যমে বিমান উড়তে প্রায় ১৫-৩০ মিনিট দেরী হয়ে যায়।





