Continuous Farting For 5 Years : হ্যাম রোল খেয়ে ৫ বছর ধরে বাতকর্মে বিরতি নেই! ক্ষোভে ফেটে যা করলেন ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 24, 2022 | 10:42 PM

Non Stop Farting : পাঁচ বছর ধরে বাতকর্ম থামাতে পারছিলেন না ব্যক্তি। হ্য়াম রোল খাওয়ার পর থেকেই এই অবস্থা। রাগে হ্যাম রোল বিক্রেতার নাম ঠুকলেন ১.৬ কোটি টাকার মামলা।

Continuous Farting For 5 Years : হ্যাম রোল খেয়ে ৫ বছর ধরে বাতকর্মে বিরতি নেই! ক্ষোভে ফেটে যা করলেন ব্যক্তি
প্রতীকী ছবি

Follow Us

বার্মিংহাম : পাঁচ বছর আগে একটি ফুড স্টল থেকে হ্যাম রোল (হ্যাম স্যান্ডউইচ)খেয়েছিলেন এক ব্যক্তি। তারপর থেকেই শুরু পেটের সমস্যা। টানা পাঁচ বছর ধরে বাতকর্ম হয়ে যাচ্ছে ৪৬ বছর বয়সী টাইরোন প্র্যাডসের। সঙ্গে ছিল ডাইরিয়া, পেটে ব্যথা, বমি ও জ্বরের মতো উপসর্গও। ব্রিটেনের বার্মিংহামের ঘটনা।

২০১৭ সালের ডিসেম্বর। স্ত্রী, সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন টাইরোন প্র্যাডস। তখনি রাস্তার ধারের একটি দোকান থেকে হ্যাম রোল খান ব্যক্তি। তারপরেই বিপত্তি। হ্য়াঁ বিপত্তিই বটে। রোল খাওয়ার পর থেকেই পেটে মোচড়, ডাইরিয়া, বমি, জ্বর শুরু হয়। এবং শুরু হয় বাতকর্ম। এবং পাঁচ বছর ধরে তা চলছে। এই কারণে বিভিন্ন জায়গায় বাইরের লোকেদের সামনে অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হতে হয়েছে প্র্যাডসকে।

তবে শেষ পর্যন্ত যে দোকানের হ্যাম রোল খেয়ে এই শারীরিক অবস্থা তার বিরুদ্ধে আইনের পথে হাঁটেন প্র্যাডস। রোল বিক্রেতার বিরুদ্ধে ২ লক্ষ পাউন্ড ভারতীয় মুদ্রায় ১.৬ কোটি মূল্যের মামলা দায়ের করেন ব্যক্তি। প্র্য়াডসের আইনজীবী জানিয়েছেন, রাতে ভাল করে ঘুম হত না তাঁর। নিজের বাতকর্মের শব্দে ঘুম ভেঙে যেত। বাতকর্ম ছাড়াও পেটে আরও বিভিন্ন ধরনের আওয়াজ হত বলেও জানিয়েছেন তিনি। ফলে জনসমক্ষে এই নিয়ে অস্বস্তিতে পড়তে হত তাঁকে। তাই শেষমেশ ক্ষোভ উগরে পড়ল রোল বিক্রেতার উপর।

Next Article