আরিজোনা: অ্যাডভেঞ্চার (Adventure) করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াক (Grand Canyon Skywalk) দিয়ে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে-হাঁটতে অসাবধানতাবশত পড়ে গেলেন ৪ হাজার ফুট নীচে গভীর ক্যানিয়নে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দুজন হেলিকপ্টার নিয়ে ওই ব্যক্তির খোঁজে যান। কিন্তু, তাঁকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ৩ জনের মৃত্যু হল।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির বয়স ৩৩ বছর। গত ৫ জুন তিনি কলেরাডো নদীর উপর নির্মিত স্কাই ওয়াকের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার সময়ই ৪ হাজার ফুট নীচে পড়ে যান। খবর পেয়েই দুজন টেকনিশিয়ান হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে যান এবং ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন। তারপর তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে আরিজোনা প্রশাসনের তরফে জানানো হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি স্কাই ওয়াক থেকে গ্র্যান্ড ক্যানিয়নের পশ্চিমে খাদে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির পরিচয় এবং তিনি কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি প্রশাসন। ওই ব্যক্তি কীভাবে নীচে পড়লেন, দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, তাও স্পষ্ট করেনি প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
প্রসঙ্গত, পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হল, কলেরাডো নদীর উপর নির্মিত গ্র্যান্ড ক্যানিয়ন স্কাইওয়াক। ৭০ ফুট চওড়া এই ব্রিজটি সম্পূর্ণ কাচ দিয়ে নির্মিত। প্রতিদিন বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। আর এখানে মৃত্যুর ঘটনাও ঘটে। গ্র্যান্ড ক্যানিয়ন হল আমেরিকার সবচেয়ে মারাত্মক জাতীয় উদ্যান। গত ৫ বছরে এই পার্কে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন।