ইসলামাবাদ: আবারও কেঁপে উঠল পাকিস্তান। এবার রেলস্টেশনে হামলা। পাকিস্তানের কোয়েট্টায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত আরও কমপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই হামলার পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ, শনিবার সকালে পাকিস্তানের বালোচিস্তানের কোয়েট্টা রেলস্টেশনে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, পেশওয়ারের উদ্দেশে রওনা দিচ্ছিল একটি ট্রেন। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। পরপর দুটি বিস্ফোরণ হয়েছে বলেই খবর।
#BREAKING: 21 killed and over 30 injured in a bomb blast at Quetta Railway Station in Balochistan. Baloch Liberation Army claims responsibility for the attack on Pakistan Army’s unit while they were in Jaffer Express Train. Casualties likely to increase. pic.twitter.com/ob2on4rJ7M
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 9, 2024
বিস্ফোরণের জেরে স্টেশনে উপস্থিত যাত্রীদের অনেকে আহত হন। মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। অনেকের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। কোয়েট্টার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ মহম্মদ বালোচ বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিল। বিস্ফোরণ হতেই হুড়োহুড়ি পড়ে যায়। বালোচিস্তান প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও উপস্থিত হয়েছে। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, বালোচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
এদিকে, বিস্ফোরণের পরই কোয়েট্টার আশেপাশের হাসপাতালগুলিতে ইমার্জেন্সি জারি করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।