Afghanistan Earthquake: ৫ দিনে ৪ বার, ফের কেঁপে উঠল আফগানিস্তান, সাতসকালে ৬.৩ মাত্রার ভূমিকম্প

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 11, 2023 | 7:58 AM

Earthquake: জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, বুধবার ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩।

Afghanistan Earthquake: ৫ দিনে ৪ বার, ফের কেঁপে উঠল আফগানিস্তান, সাতসকালে ৬.৩ মাত্রার ভূমিকম্প
শনিবারের ভূমিকম্পে পরিবার হারানোর পর কান্না কিশোরের।
Image Credit source: Twitter

Follow Us

কাবুল: ফের ভূমিকম্প। সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। গত শনিবারও ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। পরপর তিনটি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি মানুষ। এরপরে আজ আবার ভূমিকম্প হল আফগানিস্তানে। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, বুধবার ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এর আগে শনিবারই ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই দিনও ভূমিকম্পে মাত্রা ছিল ৬.৩। পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছিল। শনিবারের ওই ভূমিকম্পে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভূমিকম্পে ধসে যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর। আফগানিস্তানের এই ভয়ঙ্কর ভূমিকম্পের পরই আমেরিকার তরফে ৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের ঘোষণা করা হয়।

Next Article