Mediterranean Sea: মাছ ধরার নৌকায় গিজগিজ করছে বস্তবন্দি মানুষ! ভূমধ্যসাগরে জাহাজ উদ্ধার করল ১,১০০ শরণার্থীকে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 24, 2022 | 11:28 PM

Italy: শনিবার ইটালির ক্যালাব্রিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে টহল দিতে বেরিয়েছিল কোস্ট গার্ডের তিনটি জাহাজ। ভূমধ্যসাগরে প্রায় ১২০ মাইল (১৯০ কিলোমিটার) এলাকা জুড়ে টহল দিচ্ছিল ইটালির কোস্ট গার্ডের ওই জাহাজগুলি।

Mediterranean Sea: মাছ ধরার নৌকায় গিজগিজ করছে বস্তবন্দি মানুষ! ভূমধ্যসাগরে জাহাজ উদ্ধার করল ১,১০০ শরণার্থীকে
উদ্ধার করা হচ্ছে শরণার্থীদের

Follow Us

ইটালি: ভুমধ্যসাগর থেকে প্রায় ১ হাজার ১০০ শরণার্থীকে উদ্ধার করা হল। এর মধ্যে পাঁচ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। ইটালির কোস্টগার্ড ভুমধ্যসাগরে সার্চ অপারেশন চালাচ্ছিল। সে সময়ই মাছ ধরার নৌকা ভাসছিল ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলের দিকে। সেই নৌকার মধ্যে বস্তাবন্দি অবস্থায় ছিল প্রচুর মানুষ। তা দেখেই উদ্ধার করে ইটালির কোস্টগার্ড। রবিবার ইটালির কোস্টগার্ড জানিয়েছে তারা ৬৭৪ জনকে উদ্ধার করেছে। এ ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের উদ্ধারকারী দল ৪৪৪ জনকে উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমধ্যসাগরের ওপারে থাকা আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে আসার চেষ্টা করছিলেন ওই শরণার্থীরা। দারিদ্রে জীর্ণ সে দেশের গরিব মানুষ ভাল জীবনের আশায় ইউরোপে আসার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে।

শনিবার ইটালির ক্যালাব্রিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে টহল দিতে বেরিয়েছিল কোস্ট গার্ডের তিনটি জাহাজ। ভূমধ্যসাগরে প্রায় ১২০ মাইল (১৯০ কিলোমিটার) এলাকা জুড়ে টহল দিচ্ছিল ইটালির কোস্ট গার্ডের ওই জাহাজগুলি। তখনই ওই মাছ ধরার নৌকার মধ্যে বস্তাবন্দি শরণার্থীদের দেখতে পায়। তার পর উদ্ধার করা হয়েছে তাঁদের। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কেন তাঁদের মৃত্যু হল, এ ব্যাপারে এখনই কিছু জানা সম্ভব হয়নি। ইটালির জাহাজগুলি শরণার্থীদের উদ্ধার করে নিয়ে আসে ক্যালাব্রিয়া এবং সিসিলি বন্দরে। সেখানেই আপাতত রাখা হয়েছে লিবিয়ার শরণার্থীদের।

কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক সপ্তাহে প্রচুর শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। মধ্য ভূমধ্যসাগর এলাকার থেকেই উদ্ধার করা হয়েছে তাঁদের। এই শরণার্থীরা উন্নত জীবনের আশায় ইউরোপে আসছিল বলে জানা গিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন মহিলার শারীরিক অবস্থা খারাপ ছিল বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে ইটালির কোস্ট গার্ড। ইটালির কোস্ট গার্ডের পাশাপাশি সমুদ্রে অনুসন্ধানকারী জার্মানির এক সংস্থা ৪৪৪ জনকে উদ্ধার করেছে। প্রায় ২৪ ঘণ্টার পাঁচটি অপারেশনে এদের উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৮৭ জন অভিভাবকহীন নাবালক-নাবালিকাও রয়েছে।

Next Article