স্ত্রীর মস্তিষ্ক দিয়ে ট্যাকো, খুলি দিয়ে ছাইদানি! মাদকাসক্ত ব্যক্তির কাণ্ডে হতবাক পুলিশ
ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন আলভারো। স্ত্রীর মস্তিষ্ক দিয়ে ট্যাকো বানিয়ে খাওয়া ও খুলিকে ছাইদানি হিসাবে ব্যবহার করার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
মেক্সিকো সিটি: নিষিদ্ধ মাদকের নেশায় আচ্ছন্ন থাকতেন। মাদক নিয়ে খুন করেন নিজের স্ত্রীকে। তার পর দেহের বিভিন্ন অংশ কেটে ছিন্নভিন্ন করেন। স্ত্রীর মস্তিষ্ক দিয়ে ট্যাকো বানিয়ে খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রীর খুলি ছাইদানি হিসাবে ব্যবহার করছিলেন অভিযুক্ত। ঘৃণ্য অপরাধে জড়িত থাকার অপরাধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।
স্ত্রীকে খুনে অভিযুক্ত ব্যক্তির নাম আলভারো। ৩২ বছরের ওই ব্যক্তিকে দিন কয়েক আগে গ্রেফতার করেছে মেক্সিকোর পুলিশ। পেশায় তিনি বহুতল প্রস্তুতকারক। আলভারোর সঙ্গে বিয়ে হয়েছিল মারিয়া মন্টসেরাট নামে ৩৮ বছরের মহিলার। মারিয়ার পাঁচ কন্যা সন্তানও রয়েছে। তাঁদের বয়স ১২ থেকে ২৩ বছরের মধ্যে।
ব্রিটেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন আলভারো। স্ত্রীর মস্তিষ্ক দিয়ে ট্যাকো বানিয়ে খাওয়া ও খুলিকে ছাইদানি হিসাবে ব্যবহার করার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। দেহের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন করে প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছিলেন বলেও জানিয়েছেন আলভারো।
আলভারোর এক সৎ বোন জানিয়েছেন, স্ত্রীকে খুন করার কথা তাঁকে জানিয়েছিলেন আলভারো। সংবাদমাধ্যমের কাছে সেই কথোপকথনের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন আলভারোর সৎ বোন। আলভারো কোকেনের মতো বিভিন্ন নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন বলেও জানিয়েছেন তিনি। এমনকি মারিয়ার মেয়েদের যৌন নিগ্রহ করার অভিযোগও রয়েছে আলভারোর বিরুদ্ধে। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।