Militant Attack: ভয়াবহ জঙ্গি হামলা, স্কুল থেকে উদ্ধার ২৫ জনের দেহ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 17, 2023 | 3:02 PM

Militant Attack: উগান্ডার সরকার জানিয়েছে, সে দেশের সেনাবাহিনী ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে।

Militant Attack: ভয়াবহ জঙ্গি হামলা, স্কুল থেকে উদ্ধার ২৫ জনের দেহ
ফাইল ছবি

Follow Us

কামপালা: স্কুলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় ২৫ জনের মৃত্যু। উগান্ডার একটি স্কুলে শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। উগান্ডার পুলিশ জানিয়েছে ওই স্কুলের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতরা সবাই স্কুলের পড়ুয়া কি না, তা স্পষ্ট নয়। জঙ্গি সংগঠন এডিএফ তথা অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সেস এই হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাম্প্রতিককালে একাধিক হামলার ঘটনায় এই সংগঠনের নাম জড়িয়েছে।

কঙ্গো সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে লুবিরিহা সেকেন্ডারি স্কুলে এই হামলা হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে স্কুলের ডরমেটরি, লুঠ করে নেওয়া হয়েছে ক্যান্টিন। শুক্রবার খবর পেয়েই ঘটনাস্থলে যায় উগান্ডা পুলিশ। যারা আহত হয়েছে, তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উগান্ডার সরকার জানিয়েছে, সে দেশের সেনাবাহিনী ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন উইনি কিজা নামে এক রাজনৈতিক নেতা। তিনি এক বিবৃতিতে বলেছেন, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই হামলায়। স্কুলে হামলার ঘটনা কখনই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ওই নেতা।

মূলত কঙ্গোতে এই এডিএফ নামক সংগঠনের প্রভাব রয়েছে। সাম্প্রতিককালে এই এলাকায় বারবারই হামলা চালাতে দেখা গিয়েছে এডিএফ-কে। বিশেষত প্রত্যন্ত অঞ্চলগুলিকেই নিশানা করে এরা। উগান্ডার প্রেসিডেন্ট ওয়েরি মুসেভেনির বিরোধী এই এডিএফ। ইসলামিক স্টেটের সঙ্গেও যোগ রয়েছে এই এডিএফের। শুধু এডিএফ নয়, কঙ্গোতে এমন অনেক বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে।

Next Article