ওয়াশিংটন: মাসের শেষে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এই সফর বাকি পাঁচটা সফরের থেকে আলাদা। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) প্রধানমন্ত্রী মোদীকে নৈশভোজের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। চারদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান থেকে শুরু করে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখা, হোয়াইট হাউসে প্রেসিডেন্টের তরফে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর নিয়ে ভারতে যেমন উচ্ছ্বাসের শেষ নেই, তেমনই আমেরিকাতেও উন্মাদনার শেষ নেই। মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যরা প্রধানমন্ত্রী মোদীর এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি গ্রেগরি মিকস প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইটে বলেন, “জয় হিন্দ! গড ব্লেস আমেরিকা! মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এবং শান্তি, সাফল্য, স্থিতাবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে দুই দেশ মিলিতভাবে যে কাজ করছে, তা নিয়ে আগামিদিনে কী পরিকল্পনা রয়েছে, তা জানতে আগ্রহী।”
Jai Hind !! And God Bless America !!
I look forward to hearing from Prime Minister @narendramodi during our Joint Meeting of #Congress on his vision for #India, relationship with the #USA and our shared work together to advance #Peace #Prosperity #DemocraticValues & #Stability… pic.twitter.com/H8b3tWdOBF
— India in USA (@IndianEmbassyUS) June 17, 2023
মার্কিন প্রতিনিধি ডন বাকনও বলেন, “আগামী ২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে আসছেন এবং তিনি কংগ্রেসে বক্তব্য রাখবেন। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম দুই গণতন্ত্র নিজেদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার দারুণ সুযোগ পাবে। আমরা একই মূল্যবোধে বিশ্বাসী এবং আমাদের শত্রুও এক।”
India’s Prime Minister Narendra Modi will be visiting America on June 22nd, and will speak to Congress. The largest and oldest democracies will have great opportunity to strengthen our bonds. We share common threats and believe in common values.
?????https://t.co/jh2kqPjtMy— Rep. Don Bacon ?? (@RepDonBacon) June 16, 2023
কংগ্রেস সদস্য ট্রয় এ কার্টার বলেন, “আমেরিকা ও ভারতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ওষুধ, প্রযুক্তি ও স্থিতিশীল উন্নয়নে আমরা একযোগে কাজ করছি। আমি খুশি যে পোটাস ও ফ্লোটাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। কংগ্রেসে ওঁর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছি।”
The US & India have an important relationship and collaborate in diverse fields like medicine, technology, & sustainable growth. I am happy that @POTUS & @FLOTUS have invited @PMOIndia to visit our great nation & I look forward to hearing the Prime Minister’s address to Congress.
— Congressman Troy A. Carter (@RepTroyCarter) June 16, 2023
ডেলাওয়ারের গভর্নর জন কার্নি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফর ভারত ও আমেরিকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করছে।
‘The #HistoricStateVisit2023 will serve as another way for ?? and the ?? to strengthen our #Economic and #Cultural relationship’
Welcome #Delaware Governor @JohnCarneyDE’s meaningful message and thank him for sharing his experiences from the #India trip#IndiaUSAFriendship… pic.twitter.com/sq6cVtVuKh
— India in USA (@IndianEmbassyUS) June 17, 2023
মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগ ল্যান্ডসম্য়ানও টুইট করে বলেন, “আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটনে আসছেন। আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্তে গণতন্ত্রকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত।”
Looking forward to the arrival of Prime Minister Modi in Washington DC next week.
India is a key partner in our efforts to strengthen democracy in the U.S. and around the world. @IndiainNewYork pic.twitter.com/3ptzn5YgU5
— Congressman Greg Landsman (@RepGregLandsman) June 16, 2023