PM Modi’s US Visit: ‘মজবুত হবে প্রাচীনতম দুই গণতন্ত্রের সম্পর্ক’, নমোর বক্তব্য শুনতে আগ্রহী মার্কিন কংগ্রেসের সদস্যরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 17, 2023 | 2:50 PM

US Congress: মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগ ল্যান্ডসম্য়ানও টুইট করে বলেন, "আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটনে আসছেন। আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্তে গণতন্ত্রকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত।"

PM Modis US Visit: মজবুত হবে প্রাচীনতম দুই গণতন্ত্রের সম্পর্ক, নমোর বক্তব্য শুনতে আগ্রহী মার্কিন কংগ্রেসের সদস্যরা
ফাইল চিত্র

Follow Us

ওয়াশিংটন: মাসের শেষে মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে  এই সফর বাকি পাঁচটা সফরের থেকে আলাদা। কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) প্রধানমন্ত্রী মোদীকে নৈশভোজের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২১ থেকে ২৪ জুন মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। চারদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান থেকে শুরু করে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখা, হোয়াইট হাউসে প্রেসিডেন্টের তরফে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফর নিয়ে ভারতে যেমন উচ্ছ্বাসের শেষ নেই, তেমনই আমেরিকাতেও উন্মাদনার শেষ নেই। মার্কিন কংগ্রেসের একাধিক সদস্যরা প্রধানমন্ত্রী মোদীর এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি গ্রেগরি মিকস প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইটে বলেন, “জয় হিন্দ! গড ব্লেস আমেরিকা! মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এবং শান্তি, সাফল্য, স্থিতাবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে দুই দেশ মিলিতভাবে যে কাজ করছে, তা নিয়ে আগামিদিনে কী পরিকল্পনা  রয়েছে, তা জানতে আগ্রহী।”

মার্কিন প্রতিনিধি ডন বাকনও বলেন, “আগামী ২২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে আসছেন এবং তিনি কংগ্রেসে বক্তব্য রাখবেন। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম দুই গণতন্ত্র নিজেদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার দারুণ সুযোগ পাবে। আমরা একই মূল্যবোধে বিশ্বাসী এবং আমাদের শত্রুও এক।”

কংগ্রেস সদস্য ট্রয় এ কার্টার বলেন, “আমেরিকা ও ভারতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ওষুধ, প্রযুক্তি ও স্থিতিশীল উন্নয়নে আমরা একযোগে কাজ করছি। আমি খুশি যে পোটাস ও ফ্লোটাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। কংগ্রেসে ওঁর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছি।”

ডেলাওয়ারের গভর্নর জন কার্নি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফর ভারত ও আমেরিকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও মজবুত করছে।

মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগ ল্যান্ডসম্য়ানও টুইট করে বলেন, “আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটনে আসছেন। আমেরিকা ও বিশ্বের অন্যান্য প্রান্তে গণতন্ত্রকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত।”

Next Article