ধ্বংসের মধ্যেই সৃষ্টি… আফগানি মায়ের কোল আলো করে এল ফুটফুটে চার সন্তান

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 26, 2021 | 10:37 PM

সপ্তাহ দুই হল আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল ইস্তক সে দেশে শুধুই অশান্তির বাতাবরণ।

ধ্বংসের মধ্যেই সৃষ্টি... আফগানি মায়ের কোল আলো করে এল ফুটফুটে চার সন্তান
চার নবজাতক। ছবি টুইটার।

Follow Us

জালালাবাদ: ‘খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।’  দেশজুড়ে এখন শুধু তালিব শক্তির অট্টহাস্য। চারদিকে শুধুই সন্ত্রাস, কান্না,ভয় আর আতঙ্কের আবহ। তবে প্রকৃতিরও এমনই অমোঘ খেলা। একদিকে যখন ধ্বংসের তাণ্ডবলীলা চলে, অন্যদিকে তখন চলে নতুন করে গড়াও। বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের কাবুল যখন দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠছে। চারিদিকে শুধুই মৃত্যুর খবর। হাহাকার আর আর্তনাদ! অন্যদিকে তখন এই আফগান মুলুকেই ননগরহার প্রদেশে প্রস্ফুটিত হল ছোট্ট চারটি প্রাণ। এক প্রসূতি জন্ম দিলেন চার সন্তানের।

আফগানিস্তানের এক সংবাদসংস্থা বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টুইট করেছে। সেখানেই চার নবজাতকের ছবি শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ‘ননগরহারের স্থানীয় হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। এর মধ্যে তিনটি পুত্র সন্তান, এক কন্যা। মা ও শিশুদের শারীরিক অবস্থা ভাল আছে। এর আগে পাঁচ শিশুর জন্ম দিয়েছিলেন এক মহিলা।’

অত্যন্ত আদুরে সেই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার ভাইয়ের সঙ্গে শুয়ে অকাতরে ঘুমিয়ে চলেছে বোনও। একেবারে আফগানি স্টাইলে প্রত্যেকের মাথাতেই কাপড়ের টুকরো বাধা। শরীর জড়ানে সাদা কাপড় দিয়ে। এক একজনের শোওয়ার ভঙ্গি এক এক রকম। একজন আবার টকটকে লাল রঙের পোশাকও পরে। সাদা কাপড়ের পার করে উঁকি দিচ্ছে ছোট্ট হাত দু’টো। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা। সারা বিশ্বের সবটুকু শান্তি যেন ওই চার জনের মধ্যেই লুকোনো।

সপ্তাহ দুই হল আফগানিস্তান দখলে নিয়েছে তালিবান। বন্দুকের নলের জোরে ক্ষমতা দখল ইস্তক সে দেশে শুধুই অশান্তির বাতাবরণ। দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে গিয়েছে সাধারণ আফগানিদের। যারা পালাতে পারছে না চোখে মুখে শুধুই আতঙ্ক। ঘরে খাবার তুলে রাখা। চিন্তা, মজুত খাবার শেষ হলে খাবে কী! বৃহস্পতিবার ভয়ঙ্কর বিস্ফোরণ হয় কাবুল বিমানবন্দরে। বিদেশী নাগরিকদের উদ্ধার কার্য চলাকালীনই পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দর চত্বর। মার্কিন সেনাবাহিনী সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের বাইরেই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের কথা স্বীকার করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকেও। শুধু বিস্ফোরণ নয়, সেখানে শুরু হয় আত্মঘাতী গুলির লড়াইও। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সে সংখ্যা যে আরও বাড়বে তারও ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই কাবুলে জারি হয়েছে কার্ফু। আরও পড়ুন: ‘করোনা কিন্তু চলে যায়নি’, উৎসবের মরসুমে কী ভাবে সংক্রমণ এড়াবেন পরামর্শ চিকিৎসকদের

Next Article