মিশিগান: আমেরিকার মিশিগানের এক স্কুলছাত্র ২০২১ সালে গুলি চালিয়েছিল স্কুলের মধ্যেই। সেই গুলিতে তাঁর চার সহপাঠীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। ছাত্রের ওই আচরণের জন্য তাঁর বাবা-মায়ের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখে পুলিশ। তা করতে গিয়েই ওই স্কুলছাত্রের মায়ের বিষয়ে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। গুলিচালনায় অভিযুক্ত ছাত্রের মায়ের জীবনযাত্রাও ওই ছাত্রের উপর প্রভাব ফেলে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে বন্দুক কেনা বা তা রাখার কাজে ওই ছাত্রকে তার মা সাহায্য করেছিলেন কি না, সে ব্যাপারে কোনও প্রমাণ পাননি বলে জানিয়েছেন তদন্তকারীরা।
গুলি করে সহপাঠীদের খুনে অভিযুক্ত স্কুল ছাত্রের মায়ের নাম জেনিফার ক্রাম্বলি। মধ্য বয়সী ওই মহিলার একাধিক জনের সম্পর্ক রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বিভিন্ন পরকীয়া ডেটিং অ্যাপের সক্রিয় সদস্য তিনি। সেখানকার মাধ্যমে একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর। সেই সঙ্গে স্থায়ী প্রেমিকও রয়েছে জেনিফারের। প্রেমিকের সহায়তার বাড়িতেই গ্রুপ সেক্স পার্টির আয়োজন তিনি করতেন বলে জানিয়েছে পুলিশ। বাড়ির মধ্যে ছোট থেকে অবাক যৌনতা এবং মায়ের ব্যাভিচার দেখেই বড় হয়েছেন ওই স্কুলছাত্র।
এই সব তাঁর মনে বিরূপ প্রভাব ফেলেছে বলে মনে করছেন তদন্তকারীরা। ছেলের কাছে বন্দুক থাকলেও মা কেন তা নজর করেননি সেই প্রশ্নও তুলেছে আদালত। তা জানতে গিয়েই পুলিশের সামনে আসে এই সব তথ্য। দিনভর একাধিক জনের সঙ্গে যৌনতায় মেতে থাকা জেনিফার ছেলেকে সময় দিতেন না বলেও জানতে পেরেছে পুলিশ। গুলিচালনার ঘটনার এখন শুনানি চলছে আদালতে। এখনও পর্যন্ত সেই ঘটনায় কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।