ভিডিয়ো: জেগে উঠল আগ্নেয়গিরি, গড়িয়ে পড়ছে লাভা, বন্ধ বিমানবন্দর

সুমন মহাপাত্র |

Feb 17, 2021 | 1:37 PM

৩,৩২৪ মিটার উচ্চতার এটনা হল ইউরোপের সবচেয়ে দীর্ঘ আগ্নেয়গিরি। বিগত ৫ লক্ষ বছর ধরে সক্রিয় রয়েছে আগ্নেয়গিরিটি।

ভিডিয়ো: জেগে উঠল আগ্নেয়গিরি, গড়িয়ে পড়ছে লাভা, বন্ধ বিমানবন্দর
ছবি- পিটিআই

Follow Us

রোম: ফের জেগে উঠল মাউন্ট এটনা। ইউরোপ তথা সারা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি এই মাউন্ট এটনা (Mount Etna)। মঙ্গলবারই সেখানে অগ্ন্যুৎপাত হয়েছে। তবে সে দেশের সরকার জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের গ্রামে কোনও বিপদ হয়নি। বুধবারও অগ্ন্যুৎপাত হয়েছে সিসিলিতে। ইতালিয়ান ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির প্রধান জানিয়েছেন, এর থেকেও খারাপ অবস্থার অভিজ্ঞতা রয়েছে তাঁদের কাছে।

অগ্ন্যুৎপাত শুরু হওয়ার ঘণ্টাখানেক ধরেই পাহাড়ের মাথার উপর স্তম্ভের মতো উঁচু হয়ে উঠছিল লাভা। সন্ধ্যা নাগাদ লাভা নামতে শুরু করে নীচের দিকে। প্রায় এক কিলোমিটার অংশ জুড়ে বাতাসে ছড়িয়ে যায় ছাই। সে দেশের আপদকালীন বিভাগ জানিয়েছে, সম্পূর্ণ ঘটনার উপর নজর রয়েছে তাদের। মাউন্ট এটনার পাদদেশে তিনটি গ্রাম রয়েছে, লিঙ্গুয়াগ্লোসা, ফোর্নাজো ও মিলো। তিনটি গ্রামের পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে কাটানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর।

৩,৩২৪ মিটার উচ্চতার এটনা হল ইউরোপের সবচেয়ে দীর্ঘ আগ্নেয়গিরি। বিগত ৫ লক্ষ বছর ধরে সক্রিয় রয়েছে আগ্নেয়গিরিটি। এর আগে জানুয়ারি মাসেও অগ্ন্যুৎপাত হয়েছিল এটনায়। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল।

Next Article