ইয়াঙ্গন: মায়ানমারের নিয়ন্ত্রণ এখন সে দেশের সেনাবাহিনীর হাতে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের স্টেট কাউন্সিলর নোবেলজয়ী নেত্রী সু কি-কে আটক করেছে সামরিক বাহিনী। তাঁর বিরুদ্ধে আগেই আমদানি-রফতানি আইন ভঙ্গের অভিযোগ এনেছিল সামরিক জান্তা সরকার। এ বার সু কি-র বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হল।
জান্তা সরকার সু কি-র ( Aang Sun Su kyi) বিরুদ্ধে জাতীয় দুর্যোগ আইনের ২৫ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করেছে। যার ফলে সু কি-র আটকের মেয়াদ আরও বৃদ্ধি পেয়েছে। সু কি আটক হওয়ার পর ক্রমাগত তাঁর মুক্তির দাবি করে গিয়েছে আমেরিকা। মায়ানমার সেনার অভ্যুত্থানের বিরোধিতা করেছে জাতিসঙ্ঘও। কিন্তু তারপরেও সু কি-র মুক্তির বিষয়ে কোনও কথাই প্রকাশ্যে স্বীকার করেনি সামরিক বাহিনী।
প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে সে দেশের প্রধান মিন জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে দেশে। কিন্তু কতদিনের মধ্যে সে দেশে জরুরি অবস্থা কাটবে, সে বিষয়ে কিছুই মন্তব্য করেননি মিন। তাই সু কি-র মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ক্রমাগত রাস্তায় আন্দোলন চালিয়ে গিয়েছেন সে দেশের আম আদমি। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ বন্ধ, আন্দোলন রুখতে কোনও খামতি রাখেনি জান্তা সরকার।
তারপরেও বুকে সু কি-র ছবি নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছেন সে দেশের গণতন্ত্রপন্থীরা। এ বার সাংবাদিক বৈঠক করে মিন জানালেন, খুব তাড়াতাড়িই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মায়ানমারে। তবে সে দেশে এখনও বন্ধ ইনস্টাগ্রাম, টুইটার। মায়ানমারে পরিস্থিতি কড়া নজরদারির মধ্যে রেখেছিল আমেরিকা। সু কি আটক হওয়ার পর সামরিক নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন। সেই আবহেই নির্বাচনের মাধ্যমে বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা জানাল সামরিক বাহিনী।
আরও পড়ুন: ভিডিয়ো: জেগে উঠল আগ্নেয়গিরি, গড়িয়ে পড়ছে লাভা, বন্ধ বিমানবন্দর
আরও পড়ুন: আটক সু কি: মায়ানমারের সেনা হেফাজতে এক ক্লাইম্যাক্সময় জীবন