Muhammad Yunus: যে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ‘বাড়াচ্ছেন’ ইউনূস, তাদের সেনাকেই আবার ‘হানাদার’ বলে কটাক্ষ প্রধান উপদেষ্টার

Avra Chattopadhyay |

Mar 26, 2025 | 3:00 PM

Muhammad Yunus: সেই সময় সেদেশের সরকারি সংবাদসংস্থা তরফে জানা গিয়েছিল, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর জন্য প্রস্তাব দিয়েছেন ইউনূস। পাশাপাশি, দুই দেশের মধ্য়ে বাণিজ্য প্রসারেও সেই সম্মেলনে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

Muhammad Yunus: যে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ইউনূস, তাদের সেনাকেই আবার হানাদার বলে কটাক্ষ প্রধান উপদেষ্টার
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

ঢাকা: অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তানের সঙ্গে যে ভাব বেড়েছে ইউনূস সরকারের এই নিয়ে নেই কোনও সন্দেহই। পালাবদলের পরেই পাকিস্তানের গোয়েন্দা কর্তা ও সেনাকর্তাদের ওই দেশে হাজির হওয়ার খবর উঠে এসেছিল। এমনকি, মিশরে আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে গিয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফাঁকতালে বৈঠক সেরে নিতে দেখা গিয়েছিল প্রধান উপদেষ্টা ইউনূসকে।

সেই সময় সেদেশের সরকারি সংবাদসংস্থা তরফে জানা গিয়েছিল, ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলি মেটানোর জন্য প্রস্তাব দিয়েছেন ইউনূস। পাশাপাশি, দুই দেশের মধ্য়ে বাণিজ্য প্রসারেও সেই সম্মেলনে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে এক মুখে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ার আহ্বান দিচ্ছেন ইউনূস। সেই সময়ই আবার পাকিস্তানী সেনার বিরুদ্ধে তোপ দাগতেও দেখা গেল ইউনূসকে। ২৫ মার্চ গণহত্য়া দিবস। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা আন্দোলন চলাকালীন এই সময় মুক্তিযোদ্ধাদের ‘খুঁজে খুঁজে মারতে’ গোটা দেশে বাহিনী নামিয়েছিল পাকিস্তান। বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা যায়, স্বাধীন আন্দোলনকে দমন করতে এই এক দিনেই ৩০ লক্ষ মুক্তিযোদ্ধাদের খতম করেছিল পাকিস্তান।

তবে বেশ কিছু ঐতিহাসিক বলেন, এত জনের মৃত্যু না হলেও, এই এক দিনের সার্চ অপারেশনে প্রায় ৫ লক্ষের কাছাকাছি মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছিল। সোমবার, সেই মৃত্যুমিছিল নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধান উপদেষ্টাকেও। তিনি বললেন, ‘১৯৭১ সালে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা-সহ দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই হত্যাকাণ্ডে আজও শোকাহত গোটা দেশ।’