কাঠমাণ্ডু: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্টের (Mount Everest) চড়া-ই নেশা ও পেশা। যার ফলে ২৬ বার এভারেস্টের শীর্ষে উঠলেন গাইড, পাসাং দাওয়া শেরপা (Nepali Sherpa)। তাও আবার ৪৬ বছর বয়সে। ইচ্ছা আর মনের জোর থাকলে বয়স বাধা হতে পারে না। এই কথাটিই প্রমাণ করে দেখালেন নেপালি শেরপা পাসাং দাওয়া। দ্বিতীয় পর্বতারোহী হিসাবে ২৬ বার এভারেস্টে ওঠার রেকর্ড ছুঁলেন তিনি। এর আগে গত বছর কামি রীতা শেরপা ২৬ বার এভারেস্ট আরোহণ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।
৪৬ বছর বয়সি পাসাং দাওয়া শেরপার ৮,৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট ২৬ তম বার আরোহণের খবরটি নিশ্চিত করেছে নেপালের সরকারি ট্যুরিজম দফতর বিজ্ঞান কৈরালা। এভারেস্ট আরোহণের গাইড সংস্থা, ইমাজিন নেপাল ট্রেকস- এর কর্মী পাসাং দাওয়া শেরপা। পাসাং দাওয়ার সঙ্গে পাকিস্তানি মহিলা নাইলা কিয়ানিও ছিলেন। নিরাপদেই তাঁরা এভারেস্ট থেকে নেমে এসেছেন এবং ভাল রয়েছেন বলে জানিয়েছেন ইমাজিন নেপাল ট্রেকস- এর আধিকারিক দাওয়া ফুতি শেরপা।
দাওয়া ফুতি শেরপা আরও জানান, রবিবার নাইলা কিয়ানি এভারেস্টের শীর্ষে উঠেছিলেন। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত এভারেস্ট অভিযান শুরু হয়েছে। এই সময়ের মধ্যে এখনও পর্যন্ত বিদেশি পর্বতারোহী হিসাবে ৩৭ বছর বয়সি নাইলা কিয়ানি প্রথম এভারেস্ট জয় করলেন বলে জানিয়েছেন তিনি।
তবে এখনও এভারেস্টে ওঠার পথে আরও অনেক বিদেশি নাগরিক রয়েছেন। প্রসঙ্গত, এবছর মোট ৪৬৭ জন বিদেশি নাগরিককে এভারেস্ট আরোহণের অনুমতি দিয়েছে নেপাল সরকার। যা রেকর্ড।