নিউইয়র্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ছোট অথচ অদ্ভুত প্রদর্শনী হয়ে গেল। বহু মানুষেরই তা বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। কঙ্কাল সম্পর্কিত শিল্পকর্মের প্রদর্শনী। তবে, কঙ্কাল এর প্রধান আকর্ষণ নয়। যে অবস্থানে কঙ্কালগুলিকে রেখেছেন শিল্পী, সেটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। যা দেখে অধিকাংশ দর্শকই হতবাক হয়ে গিয়েছেন, কেউ কেউ লজ্জাও পেয়েছেন। আসলে এই প্রদর্শনীতে জোড়ায় জোড়ায় কঙ্কাল রাখা ছিল, যৌনমিলনের বিভিন্ন অবস্থানে। কঙ্কালগুলি অবশ্য আসল কঙ্কাল নয়, প্রাকৃতিক রজন উপাদান থেকে তৈরি, ভিতরে রয়েছে লোহার কাঠামো।
ফরাসি শিল্পী জাঁ মাক লাহোসের মস্তিষ্কপ্রসূত এই অদ্ভুত ভাষ্কর্যগুলি। প্রদর্শনীতে দর্শকরা সেই সব উদ্ভাবনী কারুকাজ খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন প্রত্যেকটি জোড়া কঙ্কালের স্বতন্ত্রতা এবং আকর্ষণের বিষয়ে। কেউ কেউ ক্যামেরা বন্দি করেছেন এই উদ্ভট অথচ নান্দনিক শিল্পকর্ম। আবার কাউকে কাউকে দেখা গিয়েছে, লজ্জায় মুখে হাত চাপা দিতে।
কিন্তু কেন কঙ্কালের যৌনতার মূর্তি গড়ার সিদ্ধান্ত নিলেন ভাস্কর জাঁ-মাক লাহোসে? তিনি জানিয়েছেন, যৌনতার বিভিন্ন অবস্থানে থমকে যাওয়া জোড়া কঙ্কালের ভাষ্কর্যগুলি আসলে আমাদের অনন্ত জীবনের কল্পনা। শিল্প সমালোচকদের মতে, মানব কঙ্কালের নান্দনিক প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে যৌনতা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করেছেন লাহোসে। এবার নিউ ইয়র্কের মানুষ তাঁর অনন্ত যৌনতা, অনন্ত জীবন অমৃতের স্বাদ পেলেন।
একজন ভাস্কর হিসাবে যৌনতাই লাহোসের প্রিয় বিষয়। তাঁর কর্মজীবন জুড়ে তার প্রমাণ তিনি রেখেছেন। সিনেমাটোগ্রাফির জগতেও তিনি অত্যন্ত পরিচিত নাম। অ্যাভোরিয়াজ এবং ব্রাসেলস ফ্যান্টাসি ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর কাজ বিশ্বব্যাপী পরিচালক ও প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।