নয়া দিল্লি: অপেক্ষার অবসান। জার্মানির স্টুটগার্টে বসতে চলেছে নিউজ৯ গ্লোবাল সামিটের আসর। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর এই সামিট হতে চলেছে। দেশের সংবাদমাধ্যমের ইতিহাসে এই প্রথমবার আন্তর্জাতিক স্তরে এমন সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুন্দেশলিগার ভিএফবি স্টুটগার্টের সঙ্গে সহযোগিতায় টিভি৯ নেটওয়ার্ক এই বিরাট সামিটের আয়েোজন করছে। এর থিম “ইন্ডিয়া অ্যান্ড জার্মানি: অ্যা রোডম্যাপ ফর সাসটেইনেবল গ্রোথ”। দেশ-বিদেশের শিল্প থেকে রাজনীতি, ক্রীড়া দুনিয়ার বিশিষ্টজনেরা এবং নীতি নির্ধারকরা এই সামিটে অংশ নেবেন, তাদের মতামত প্রকাশ করবেন।
The stage is set for News9 Global Summit: Germany edition from November 21-23 in Stuttgart. Join us as a galaxy of stars from the world of politics, business, policymaking & sports share insights at the #News9GlobalSummit. #News9GlobalSummitGermany #IndiaGermany #TV9Network… pic.twitter.com/VVgZpmph10
— News9 (@News9Tweets) November 20, 2024
এই গ্লোবাল সামিট নিয়ে টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস বলেন, “ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই নিউজ৯ গ্লোবাল সামিটের লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের স্টেকহোল্ডাররাও পারস্পরিক উন্নতি ও সম্মৃদ্ধি নিয়ে আলোচনায় সামিল হবেন। ইউরোপের সবথেকে বড় অর্থনীতির দেশ জার্মানি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। এই প্রথম কোনও ভারতীয় সংবাদমাধ্যম এমন উদ্যোগ নিল।”
জানা গিয়েছে, ‘ইন্ডিয়া অ্যান্ড জার্মানি:কানেক্টেড ফর ডুরেবল গ্রোথ’ শীর্ষক আলোচনায় দুই দেশের ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও উদ্ধাবনী শক্তি নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
ভারতের দক্ষতা, ক্ষমতা ও উদ্ধাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতীয় রেলওয়ের আধুনিকীকরণ থেকে শুরু করে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
এছাড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বিশেষ বক্তব্য রাখবেন কীভাবে উদ্ধাবনী শক্তি ও বৃদ্ধিকে কর্নাটকে প্রতিপালন করা হচ্ছে, তা নিয়ে। রাজ্যে প্রযুক্তিগত উন্নতি, পুনর্নবীকরণ শক্তির ব্যবহার, উন্নয়নের চিত্রই জার্মানির মঞ্চে তুলে ধরবেন তিনি।